এফএনএস বিদেশ : মহাকাশ প্রযুক্তি, বন্দর, তাপশক্তি ও কয়লা ব্যবসায়ী ভারতের গৌতম আদানি এশিয়ার শীর্ষ ধনীর তালিকায় জায়গা করে নিয়েছেন। দেশটির আরেক জ¦ালানি ও প্রযুক্তি খাতের উদ্যোক্তা, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের প্রধান মুকেশ আম্বানিকে টপকে বিশ্বের ১০ শীর্ষ ধনীর জায়গায় এখন তার অবস্থান। ব্লুমবার্গের শতকোটি মার্কিন ডলারের মালিকদের হালনাগাদ তালিকায় এ তথ্য জানা গেছে। অন্যদিকে ব্লুমবার্গের শীর্ষ ধনীর তালিকায় ১১তম স্থানে রয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের প্রধান মুকেশ আম্বানি। তার সম্পদের পরিমাণ ৮ হাজার ৭৯০ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ। এছাড়া বিশ্বে শীর্ষ ধনীর তালিকায় আরও কিছু পরিবর্তন এসেছে। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ অনেক সম্পদ হারিয়ে এ তালিকায় এখন রয়েছেন ১৩ নম্বরে। ব্লুমবার্গের প্রতিবেদনের বরাত দিয়ে সিএনএন বলছে- করোনাভাইরাস মহামারিতে গৌতম আদানির সম্পদ হু-হু করে বেড়েছে। ২০২১ সালে তার সম্পদ ছিল চার হাজার কোটি মার্কিন ডলারের সমপরিমাণ। এক বছরের মাথায় তা বেড়ে দাঁড়ায় ৮ হাজার ৮৫০ কোটি ডলার।