শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:২১ পূর্বাহ্ন

এশিয়া কাপের দলে তানজিদ, বাদ মাহমুদউল্লাহ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৩ আগস্ট, ২০২৩

এফএনএস স্পোর্টস: গত মাসে ইমার্জিং টিমস এশিয়া কাপে খেলে আসা তানজিদ হোসেন এবার খেলবেন মূল এশিয়া কাপেও। ওপেনিংয়ে বিকল্প খোঁজার ভাবনায় তরুণ এই ওপেনারকে নেওয়া হয়েছে এশিয়া কাপের বাংলাদেশ দলে। দলে ফিরেছেন শেখ মেহেদি হাসান, শামীম হোসেন, নাসুম আহমেদ। তবে জায়গা পাননি অভিজ্ঞ মাহমুদউল্লাহ। এশিয়া কাপের জন্য গতকাল শনিবার সকালে ঘোষণা করা হয় ১৭ সদস্যের বাংলাদেশ দল। এই দলে একমাত্র নতুন মুখ তানজিদ। গত মাসে শ্রীলঙ্কায় ইমার্জিং টিমস এশিয়া কাপে ৪ ম্যাচে ৩ ফিফটি করেন তানজিদ। তবে বেশি নজরকাড়া ছিল তার ব্যাটিংয়ের ধরন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই ঝড়ো ব্যাটিংয়ের জন্য আলাদা করে নজরকাড়া ২২ বছর বয়সী এই ব্যাটসম্যান এই টুর্নামেন্টেও দারুণ আগ্রাসী ব্যাটিং করেন। তার স্ট্রাইক রেট ছিল ১১৬.৯৯। গত ঢাকা প্রিমিয়ার লিগে তার পারফরম্যান্স খারাপ ছিল না। ১১ ইনিংসে ৪৩.০৯ গড়ে করেন ৪৭৪ রান, স্ট্রাইক রেট ৯৩.৩০। দল ঘোষণার আগের দিনই অবশ্য বিসিবি সভাপতি নাজমুল হাসান সংবাদমাধ্যমকে ইঙ্গিত দিয়েছিলেন, ওপেনিংয়ে নতুন কাউকে পরখ করা হতে পারে। মূলত তামিম ইকবালের চোট পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তার কারণেই তানজিদকে দলে নেওয়া। তারও ডাক নাম ‘তামিম।’ একাদশে জায়গা পেতে তাকে লড়াই করতে হবে মোহাম্মদ নাঈম শেখের সঙ্গে। এখনও পর্যন্ত ওয়ানডেতে তিনটি ইনিংস খেলে তার রান ১০। সবশেষ আফগানিস্তান সিরিজে দুই ম্যাচ খেলে তার রান ছিল ০ ও ৯। তার পরও টিকে গেছেন বাঁহাতি এই ওপেনার। তানজিদের সুযোগ পাওয়ার পাশাপাশি বড় আলোচনা মাহমুদউল্লাহর সুযোগ না পাওয়া। গত মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকে ‘বিশ্রাম’ দেওয়া হয়েছিল তাকে। সেই থেকে তার টানা বিশ্রাম চলছেই। গত কিছুদিনে অবশ্য মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ফিটনেস ক্যাম্পে ছিলেন ৩৭ বছর বয়সী ব্যাটসম্যান। তবে মূল দলে ফেরা হলো না। দল ঘোষণার সময় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানান, লম্বা আলোচনার পর শেষ পর্যন্ত ফেরানো হয়নি মাহমুদউল্লাহকে। তানজিদ ছাড়া দলে আরও একজন আছেন, যিনি কখনও ওয়ানডে খেলেননি- শামীম হোসেন। গত মার্চে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের মাঝপথে অনেকটা হুট করেই নেওয়া হয়েছিল আগ্রাসী এই ব্যাটসম্যানকে। পরে বাদও পড়ে যান। এখন আবার সুযোগ পেলেন ওয়ানডে ক্যারিয়ার শুরু করার। সা¤প্রতিক সময়ে টি-টোয়েন্টি বেশ ভালো ফর্মে আছেন ২২ বছর বয়সী এই ক্রিকেটার। দলে ফেরা শেখ মেহেদি হাসান ২০২১ সালে বাংলাদেশের হয়ে খেলেছেন ৩টি ওয়ানডে। গত মাসে ইমার্জিং টিমস এশিয়া কাপে খেলেছেন তিনিও। গত কিছুদিন ধরে তাইজুল ইসলাম ও নাসুম আহমেদকে নিয়ে যে ‘মিউজিক্যাল চেয়ার’ খেলা চলছে, তাতে এবার দুয়ার খুলেছে নাসুমের জন্য। প্রধান নির্বাচক জানান, এশিয়া কাপের নিষ্প্রাণ উইকেট ভাবনায় রেখে একটু রক্ষণাত্মক বোলিংয়ের ভাবনায় নেওয়া হয়েছে নাসুমকে। সবশেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ২ উইকেট নিলেও বাদ পড়েছেন তাইজুল। তাইজুলকে অবশ্য ‘স্ট্যান্ড বাই’ রাখা হয়েছে সাইফ হাসান ও তানজিম হাসানের সঙ্গে। আফগানদের বিপক্ষে ওই ম্যাচেই চোটের কারণে ছিটকে যাওয়া পেসার ইবাদত হোসেনও ফিরেছেন অনুমিতভাবেই। তাইজুল ছাড়া বাদ পড়েছেন রনি তালুকদার। সবশেষ সিরিজে কোনো ম্যাচ না খেলেই বাদ পড়লেন এই ওপেনার। এশিয়া কাপের গ্রæপ পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ ৩১ অগাস্ট পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে, পরেরটি ৩ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে লাহোরে।

বাংলাদেশ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, শামীম হোসেন, আফিফ হোসেন, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন, নাঈম শেখ।
নতুন মুখ: তানজিদ হাসান।
বাদ: রনি তালুকদার, তাইজুল ইসলাম।
ফেরা: নাসুম আহমেদ, শেখ মেহেদি হাসান, শামীম হোসেন, ইবাদত হোসেন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com