এফএনএস স্পোর্টস: এশিয়া কাপ নিয়ে সৃষ্ট জটিলতা কেটে গেছে। অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে এশিয়া কাপের ১৬তম আসর। হাইব্রিড মডেলে এশিয়ার কাপের অনুমোদন দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। আর এতে খুশি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বৃহস্পতিবার নিজেদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসিসি জানায়, ‘আমরা ঘোষণা করতে পেরে আনন্দিত যে, ৩১ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। টুর্নামেন্টটি হাইব্রিড মডেলে আয়োজিত হবে যেখানে চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে পাকিস্তানে এবং বাকি নয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়।’ পাকিস্তানের প্রস্তাবিত হাইব্রিড মডেল মেনে নিয়েছে ভারত। এই প্রসঙ্গে পিসিবি প্রধান নাজাম শেঠি বলেন, ‘আমি আনন্দিত যে এসিসি এশিয়া কাপ ২০২৩-এর জন্য আমাদের হাইব্রিড সংস্করণ গৃহীত হয়েছে। এর অর্থ হল পিসিবি ইভেন্টের আয়োজক হিসাবে থাকবে এবং শ্রীলঙ্কার সঙ্গে নিরপেক্ষ ভেন্যু হিসাবে পাকিস্তানে ম্যাচের মঞ্চ থাকবে, যা ভারতীয় ক্রিকেট দলের পাকিস্তানে ভ্রমণে অক্ষমতার কারণে প্রয়োজন ছিল।’ তিনি আরও বলেন, ‘আমাদের দেশের ক্রিকেট সমর্থকরা ১৫ বছরের মধ্যে প্রথমবার নিজেদের মাঠে ভারত-পাকিস্তানের লড়াই দেখার অপেক্ষায় ছিল। কিন্তু আমরা ভারতের অবস্থান বুঝি।’ উল্লেখ্য, এবারের এশিয়া কাপের আয়োজক ছিল পাকিস্তান। তবে রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তানে গিয়ে খেলতে আপত্তি জানায় ভারত। আর এতেই হুমকির মুখে পড়ে পাকিস্তানের এশিয়া কাপ আয়োজন। পরে ‘হাইব্রিড মডেলের’ এশিয়া আয়োজনের প্রস্তাব দেয় পাকিস্তান। তবে সেটা নিয়েও দেখা দেয় শঙ্কা। তবে শেষ পর্যন্ত হাইব্রিড মডেলেই মাঠে গড়াতে যাচ্ছে এশিয়া কাপ।