দেবহাটা অফিস \ দেবহাটায় এসএসসি, দাখিল, ও সমমানের পরীক্ষার প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়েছে। উপজেলার ৪টি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৪৯০ জন, উপজেলা সদরের সরকারি পইলট হাইস্কুল, পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়, সখিপুর আলিম মাদ্রাসা ও হাদিপুর আহছানিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থী ১১৭৫ জন, দাখিল পরীক্ষার্থী ২০১ জন ও ভোকেশনাল পরীক্ষার্থী ৮৪জন। প্রথম দিন ৩৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত থাকায় পরীক্ষায় অংশ নেন ১৪৫৭ জন পরীক্ষার্থী। উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ও মাধ্যমিক শিক্ষা অফিসার সুলাইমান হোসেন বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।