বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার নূরনগরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সাথে সমন্বয়ের মাধ্যমে ওয়ার্ড ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের এসওডি’র উপর পুনরুজ্জীবিতকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৮ ফেব্র“য়ারি বুধবার সকাল সাড়ে ১০টায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে ইউএসএআইডি (টঝঅওউ)-এর একটি ব্যুরো ফর হিউম্যানিটারিয়ান এসিস্ট্যান্স কার্যক্রম এর সহযোগিতায় ইউনিয়ন পরিষদ হল রুমে জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, এনজিও কর্মী, শিক্ষক, সাংবাদিক, ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। উক্ত অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বখতিয়ার আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম। তিনি সকল সদস্যদের উদ্দেশ্যে দুর্যোগের পূর্বে, দুর্যোগ কালীন ও দুর্যোগ পরবর্তী সময়ে করনীয় সম্পর্কে ধারণা প্রদান করেন। অত্র প্রকল্পের প্রকল্প কর্মকর্তা দীপঙ্কর সাহা এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ শামীম আহমেদ, ইউপি সচিব মোঃ আবু হেনা, ইউপি সদস্য মোঃ রেজাউল করিম দোলনা, মোঃ সাইদুর রহমান বাবু, গাজী আব্দুস সামাদ সামিদ, মোঃ মোবারক হোসেন লাচ্চু, মোঃ মোবারক হোসেন মন্টু, মোঃ শহিদুল ইসলাম, সালেহা পারভীন, নাসিমা খাতুন, আ’লীগ নেতা দেবাশীষ ঘোষ, ইউনিয়ন উপসহকারী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান প্রমুখ। উক্ত প্রশিক্ষণে সদস্যদের মধ্যে দুর্যোগের স্থায়ী আদেশাবলী এসওডি এর আলোকে দুর্যোগের আইন ও দ্বায়িত্ব, কর্তব্য বিষয়ক ধারনা প্রদান করা হয় এবং মাল্টিমিডিয়া প্রজেক্টর এর মাধ্যমে দুর্যোগের আগে, দুর্যোগ কালীন এবং দুর্যোগ পরবর্তী করণীয় সম্পর্কে আলোকচিত্র প্রদর্শন করা হয়।