বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনিতে সদ্য যোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা কৃষক লীগের নেতৃবৃন্দ। রবিবার বেলা ১১ টায় উপজেলা সহকারী কমিশনার ভূমি এর কার্যালয় উপস্থিত হয়ে এ ফুলেল শুভেচ্ছা জানান তারা। উপজেলা কৃষকলীগের সভাপতি এন এম বি রাশেদ সরোয়ার শেলী’র নেতৃত্বে এসময় উপজেলা কৃষক লীগের আইন বিষয়ক সম্পাদক এম এম সাহেব আলী, পানি ও সেচ বিষয়ক সম্পাদক শেখ গোলাম নবী, সদস্য বিকাশ কুমার মন্ডল, আশাশুনি সদর ইউনিয়নের কৃষক লীগের সভাপতি মোঃ জাবেদ আলী, বুধহাটা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোঃ আজহারুল ইসলাম ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মহব্বত প্রমুখ উপস্থিত ছিলেন।