শ্রীউলা প্রতিনিধি \ আশাশুনির শ্রীউলার বালিয়াখালী গ্রামের আব্দুস সাত্তার সরদারের স্ত্রী মরিয়ম খাতুন (আনুঃ৭৫) ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পারিবারিক সুত্রে জানা যায় বালিয়াখালী গ্রামের আব্দুস সাত্তার সরদারের স্ত্রী, মাওঃ সোহরাব হোসাইন, এ্যাডঃ কামরুল ইসলাম ও মনিরুল ইসলামের মাতা মরিয়ম খাতুন দীর্ঘদিন ধরে দূরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি ও প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। সর্বশেষ সামেক হাসপাতালে চিকিৎসা রত অবস্থায় শনিবার (আনু) বেলা ২ টায় ইন্তেকাল করেন। মৃত্যু কালে তিনি স্বামী, ৫পুত্র ও ৪কন্যাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। রবিবার জোহর নামাজ বাদ নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। নামাজে জানাজায় ইমামতি করেন মরহুমার বড় পুত্র মাওঃ সোহরাব হোসাইন। জানাজা নামাজে অংশ গ্রহণ করেন শ্রীউলা ইউনিয়ন আমীর মাওঃ লুৎফর রহমান, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, নজরুল ইসলাম বাচ্চু, মাওঃ অহিদুজ্জামানসহ বিভিন্ন শ্রেণী পেশার ধর্ম প্রাণ মুসলমানগণ অংশগ্রহণ করেন। মরহুমার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওঃ গোলাম মোস্তফা।