শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:১৮ অপরাহ্ন

এ.পি.এস ডিগ্রি মহাবিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩

আশাশুনি, প্রতাপনগর প্রতিনিধিঃ আনন্দঘনো আয়োজনে প্রতাপনগর এ.পি.এস ডিগ্রি মহাবিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০ টায় কলেজ মিলনায়তনে দ্বাদশ ও স্নাতক শ্রেণীর শিক্ষার্থীদের আনন্দঘনো আয়োজনে কলেজ অধ্যক্ষ মুজিবুর রহমানের সভাপতিত্বে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নুরুল আলম, জেলা সহকারী প্রকৌশলী (শিক্ষা) আশিকুজ্জামান। বক্তারা বলেন, দেশ ও জাতির ভবিষ্যৎ কর্ণধর আজকের এই নবীণ শিক্ষার্থীদের মাদক ও অনলাইন গেইমে আসক্ত না হয়ে পড়ালেখার প্রতি গুরুত্ব দিতে হবে। অভিভাবদের অধিকতর যত্নবান হতে হবে। অনুষ্ঠানে গভর্ণিং বডির অন্যান্য সদস্যবৃন্দ, শিক্ষক বৃন্দ, গণমাধ্যম কর্মী, এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ, নতুন ভর্তি হওয়া ২৪৭ জন শিক্ষার্থী সহ কলেজের দ্বাদশ ও স্নাতক শ্রেণীর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com