স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে খাদ্য মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় সেপ্টম্বর, অক্টোবর ও নভেম্বর ২০২২ এই তিন মাস জুড়ে জেলাব্যাপী সাধারন ভোক্তাদের মাঝে ওএমএস কর্মসূচি বাস্তবায়িত হবে। তিনি গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে উপরোক্ত তথ্য জানান এবং সাংবাদিকদেরকে বিষয়টি ব্যাপক ভাবে প্রচার প্রচারনা করার আহবান জানান। তিনি আরও বলেন, জেলা ব্যাপী ১৮ জন ওএমএস ডিলার পূর্ব নির্ধারিত বিতরন কেন্দ্র হতে প্রতিদিন ২ মেঃটন চাল জনসাধারনের মাঝে বিক্রয় করবেন। এই কর্মসূচির আওতায় প্রতিদিন (শুক্রবার ও শনিবার ব্যতিত মাসে সর্বোচ্চ ২২ দিন) মোট ৩৬ মেঃ টন চাল মাসে সর্বোচ্চ ৭৯২ মেঃ টন) প্রতি কেজি ৩০ টাকা করে সাধারন ভোক্তাদের মাঝে বিক্রয় করা হবে। একজন ভোক্তা মাসে সর্বোচ্চ দুইবার (প্রতিমাসে সর্বোচ্চ ৫ কেজি) চাল ক্রয় করতে পারবেন। টিসিবি কার্ড ধারি ব্যক্তি ওএমএস কর্মসূচির আওতায় চাল ক্রয়ের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক আরও বলেন এ কর্মসূচির পাশাপাশি জেলা ব্যাপী ১,২৮,৮৩১ জন রেজিষ্ট্রেশনকৃত উপকার ভোগীর মাঝে ২৩৫ জন ডিলারের মাধ্যমে সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর ২০২২। এই তিনমাস ব্যাপী পৌরসভা ও উপজেলা ওয়ারী খাদ্য বান্ধব কর্মসূচি চলমান থাকবে। প্রত্যেক কার্ডধারী এই কর্মসূচির আওতায় প্রতি মাসে সর্বোচ্চ ৩০ কেজি চাল (প্রতি কেজি ১৫ টাকা দরে) ক্রয় করতে পারবেন। এই কার্যক্রম প্রতি সপ্তাহে ৩ দিন করে সর্বোচ্চ ১২ দিন প্রতিটি পৌরসভা ও উপজেলায় চলমান থাকবে। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন সরকারের খাদ্য বান্ধব এমন মহা উদ্যোগ যেন জনসাধারন ভোগ করেন এ ক্ষেত্রেও সাংবাদিকরা বিশেষ ভূমিকা পালন করতে পারেন। জেলা প্রশাসক সাংবাদিকদের মাধ্যমে বলেন আমাদের বসতবাড়ীর আশপাশ সহ সর্বত্র বিভিন্ন ধরনের কৃষি উৎপাদন করতে পারি। একখন্ড জমিও অনাবাদী রাখা যাবে না। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক কাজী আরিফুর রহমান, জেলা খাদ্য কর্মকর্তা প্রমুখ।