শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০১:১২ পূর্বাহ্ন

ওডিআই র্যাঙ্কিংয়ের শীর্ষে আজমতউল্লাহ ওমরজাই

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৫ মার্চ, ২০২৫

একসময় নিয়মিতই ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে দেখা যেত বাংলাদেশের লাল—সবুজের পতাকা। কারণ সাকিব আল হাসানই সিংহভাগ সময় শীর্ষস্থানটি দখলে রাখতেন। দীর্ঘ দিন ধরে সেখানে আর বাংলাদেশের পতাকা দেখা যায় না। এবার আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই দখল করেছেন ‘নাম্বার ওয়ানের’ মুকুটটি। অবসরের ঘোষণা দেওয়া স্টিভ স্মিথও এগিয়েছেন ব্যাটিং র্যাঙ্কিংয়ে। ধারাবাহিকভাবেই ভালো পারফরম্যান্স করে আসছিলেন ওমরজাই। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্স করে দিয়েছেন তুলির শেষ আঁচড়টি। ইংল্যান্ডের বিপক্ষে স্মরণীয় জয়ের ম্যাচে বল হাতে ফাইফার নেন এই অলরাউন্ডার। আফগানিস্তানের বিপক্ষে ব্যাট হাতে করেন অর্ধশতক। এই পারফরম্যান্স দিয়েই আইসিসি ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটি দখল করেছেন ওমরজাই। এখন তার রেটিং পয়েন্ট ২৯৬। শীর্ষে উঠার পথে সতীর্থ মোহাম্মদ নবীকে পেছনে ফেলেছেন ওমরজাই। দ্বিতীয় স্থানে নেমে গেছেন নবী। নবীর রেটিং পয়েন্ট ২৯২। আর দ্বিতীয় স্থান থেকে তৃতীয় স্থানে নেমে গেছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। তার রেটিং পয়েন্ট ২৯০। চতুর্থ স্থানে আছেন বাংলাদেশি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। শীর্ষ তিনের চেয়ে অবশ্য মিরাজের রেটিং পয়েন্ট অনেক কম, ২৪৮। মিরাজের ঘাড়েই নিঃশ^াস ফেলছেন নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার। পঞ্চম স্থানে থাকা স্যান্টনারের রেটিং পয়েন্ট ২৪৬। এছাড়া, অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন অক্ষর প্যাটেল। এই ভারতীয় অলরাউন্ডার এগিয়েছেন ১৭ ধাপ। বর্তমানে তিনি আছেন ১৩তম স্থানে। শুধু অলরাউন্ডার না, ব্যাটিং র্যাঙ্কিংয়েও এগিয়েছেন ওমরজাই। এখানে লাফ দিয়েছেন ১২ ধাপ। বর্তমানে অবস্থান করছেন ২৪তম স্থানে। আফগানিস্তানের আরেক ব্যাটার প্রবেশ করেছেন সেরা দশে। ১৩ ধাপ এগিয়ে এখন আছেন দশম স্থানে। ইংল্যান্ডের বিপক্ষে ১৭৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন ইব্রাহিম। অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তবে অবসর নেওয়ার আগেই র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তারও। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার পর স্মিথ ব্যাটিং র্যাঙ্কিংয়ে এগিয়েছেন ছয় ধাপ। অবসরের ঘোষণা দেওয়ার দিনে স্মিথ অবস্থান করছেন ১৬তম স্থানে। ব্যাটিং র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতীয় তরুণ তারকা শুবমান গিল। দ্বিতীয় স্থানে আছেন বাবর আজম। এক ধাপ এগিয়ে তিনে উঠেছেন হেইনরিখ ক্লাসেন ও চারে উঠেছেন বিরাট কোহলি। ফলে দুই ধাপ পিছিয়ে পাঁচে নেমে গেছেন রোহিত শর্মা। ওয়ানডে বোলিং র্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে না পারা শ্রীলঙ্কার মহিশ থিকশানা। দুই ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠেছেন দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ। নিউজিল্যান্ডের ম্যাট হেনরি এগিয়েছেন তিন ধাপ এবং বর্তমানে আছেন তৃতীয় স্থানে। অবনমন হয়েছে আফগানিস্তানের রশিদ খানের। তিন ধাপ পিছিয়ে তিনি নেমেছেন পঞ্চম স্থানে। দারুণ ফর্মে থাকা ভারতের মোহাম্মদ শামি তিন ধাপ এগিয়ে উঠেছেন ১১তম স্থানে। দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেন নয় ধাপ এগিয়ে উঠেছেন ১৮তম স্থানে এবং ইংল্যান্ডের জফরা আর্চার ১৩ ধাপ এগিয়েছেন এসেছেন ১৯তম স্থানে। বাংলাদেশিদের মধ্যে বোলিং র্যাঙ্কিংয়ে সবার উপরে আছেন তাসকিন আহমেদ, ৩১তম স্থানে। যৌথভাবে ৩১তম স্থানে আছেন মেহেদী হাসান মিরাজও। মুস্তাফিজুর রহমান ৩৬তম স্থানে এবং শরিফুল ইসলাম আছেন ৪৪তম স্থানে। ব্যাটিং র্যাঙ্কিংয়ে বাংলাদেশিদের মধ্যে সবার উপরে আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, ২৭তম স্থানে। মুশফিকুর রহিম আছেন ৪২তম স্থানে ও মাহমুদউল্লাহ রিয়াদ আছেন ৪৪তম স্থানে। তাওহীদ হৃদয় উঠে এসেছেন ৬১তম স্থানে ও মেহেদী হাসান মিরাজ ৭৪তম স্থানে। এছাড়া দলের বাইরে থাকা লিটন কুমার দাস অবস্থান করছেন ৭৮তম স্থানে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com