বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতার মাঘুরালী হযরত শাহজালাল (র.) এঁর দরগাহ প্রাঙ্গণে ৮ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১২ টায় ৪০ তম বার্ষিক ওরছ শরীফের পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত পরামর্শ সভায় দরগাহ পরিচালনা কমিটির সভাপতি মো. হাবিবুর রহমান বিশ্বাস’র সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ মো. আনিছুজ্জামান খোকন, নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমেদ, নলতা ইউপির সাবেক চেয়ারম্যান এস.এম আসাদুর রহমান সেলিম, দরগাহ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম সরদার, মো.আইনুল হক, আবু খালেক, আলহাজ্জ আরশাদ আলী মোলা, কোষাধ্যক্ষ আলহাজ্জ হারুন-অর-রশিদ, মাওলানা মো. ফারুক হোসেন, মাওলানা আব্দুস সাত্তার, শেখ ইউনুছ চিশতী, ইউপি সদস্য ইব্রাহীম খলিল, মহিলা মেম্বর ফতেমা খাতুনসহ দরগাহ কমিটির কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ীবৃন্দ ও সুধীবৃন্দ। কর্মকর্তা প্রভাষক মো. মনিরুজ্জামান (মহসিন) এর সঞ্চালনায় অনুষ্ঠানের শেষপ্রান্তে দোয়া পরিচালনা করেন, নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব আলহাজ্জ মাওলানা মো.আবু সাঈদ রংপুরী।