বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নে ওলামা ঐক্য পরিষদের মতবিনিময়সভা ও কমিটি গঠন করা হয়েছে। গতকাল ১৭ নভেম্বর বৃহস্পতিবার আছর নামাজ বাদ বিকাল সাড়ে ৪ টায় নূরনগর ওলামা ঐক্য পরিষদের আয়োজনে নূরনগর কেন্দ্রীয় জামে মসজিদে এলাকা ও বিভিন্ন এলাকা থেকে আগত আলেম ওলামায়ে কেরামগণদের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সকলের সম্মতিক্রমে মুফতি আব্দুস সাদেক, মাওঃ অজীহুর রহমান, আলহাজ্ব মাওঃ আবুল কাশেম, মুহাদ্দীস মুজিবুর রহমান, মুফতি আব্দুল খালেক, মুফতি আব্দুল আলিম, মুহাদ্দীস আব্দুল হামিদ, হাফেজ আখতারুজ্জামানকে উপদেষ্টা করে এবং নূরনগর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মুফতি ফজলুল করিমকে সভাপতি ও মুফতি ওমর ফারুককে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিতে সহ-সভাপতি মাওঃ আশরাফ আলী, হাফেজ মোঃ মোখলেসুর রহমান, মাওঃ মোঃ রেজাউল করিম, সহ-সাধারণ সম্পাদক ডাঃ মাওঃ মাহমুদুল হাসান ইসরাফিল, সাংগঠনিক সম্পাদক মাওঃ আব্দুল লতিফ, সহ-সাংগঠনিক সম্পাদক মাওঃ নাজির হোসেন, কোষাধক্ষ্য মুফতি রায়হান কভীর ও মুফতি আমিনুর রহমান, প্রচার সম্পাদক মাওঃ মহিবুলাহ সিরাজী ও মাওঃ ফরিদ উদ্দিন, মুফতি শরিফুল ইসলাম, তালিমে তোরবিয়াত হাফেজ মোঃ আবুদাউদ, দাওয়াত ও এশাত বিষয়ক সম্পাদক মাওঃ আবুল হাসান, মাওঃ আবু ইউসুফ ও মাওঃ দেলোয়ার হোসেন সহ ও অন্যান্য সদস্যবৃন্দ।