এফএনএস স্পোর্টস: সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে চমৎকার পারফরম্যান্স উপহার দিয়ে নির্বাচকদের নজর কাড়েন মোহাম্মদ নাঈম শেখ। লম্বা সময় পর ওয়ানডে দলে ডাক পাওয়া বাঁহাতি এই ব্যাটসম্যান নজর কেড়েছেন চান্দিকা হাথুরুসিংহেরও। ৫০ ওভারের সংস্করণে তাকে পরখ করে দেখতে চান বাংলাদেশের কোচ। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য শনিবার ঘোষিত দলে নাঈমকে রেখেছে বাংলাদেশ। ১৬ মাস পর এই সংস্করণের দলে ডাক পেয়েছেন তিনি। এখন পর্যন্ত দুটি ওয়ানডে খেলা নাঈম এই সংস্করণে সবশেষ মাঠে নামেন ২০২১ সালের মে মাসে, শ্রীলঙ্কার বিপক্ষে। ওই দুই ম্যাচে এক ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে করেন কেবল ১ রান। প্রিমিয়ার লিগের সবশেষ আসরে আবাহনী লিমিটেডের শিরোপা পুনরুদ্ধারে বড় ভ‚মিকা রাখেন নাঈম। ১৬ ম্যাচে ১ সেঞ্চুরির সঙ্গে ১০টি পঞ্চাশ ছোঁয়া ইনিংসে ৭১.৬৯ গড়ে আসরের সর্বোচ্চ ৯৩২ রান করেন বাঁহাতি ওপেনার। স্ট্রাইক রেটও বেশ ভালো, ৯১.৬৪! ২০২২ সালের প্রিমিয়ার লিগের পারফরম্যান্সও খারাপ ছিল না নাঈমের। ১২ ম্যাচে ৩৮.১৬ ম্যাচে করেন ৪৫৮ রান। ধারাবাহিকভাবে ভালো করার পুরস্কার হিসেবে জাতীয় দলে ফিরলেন তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ড সফরে ওয়ানডে অভিষেক হয় রনি তালুকদারের। একটি ম্যাচ খেলেই এই সংস্করণের দল থেকে বাদ পড়েছেন ৩২ বছর বয়সী ওপেনার। নাঈমকে নেওয়া হয়েছে তার জায়গায়। ওয়ানডে দলে এই পরিবর্তন নিয়ে রোববার সংবাদ সম্মেলনে প্রশ্নের সম্মুখীন হন হাথুরুসিংহে। এটাকে নাঈমের সামর্থ্য দেখার সুযোগ হিসেবে দেখছেন কোচ। “আমাদের ঘরোয়া ৫০ ওভারের টুর্নামেন্টে সর্বোচ্চ রান স্কোরার নাঈম শেখ। সে গত দুই আসর ধরেই রানের মধ্যে আছে। আর রনি টি-টোয়েন্টি স্কোয়াডে আছে। আমি দেখতে পাচ্ছি, তার সেই সুযোগটা আছে টি-টোয়েন্টিতে রান করার এবং কী করতে পারে তা দেখানোর। তাই এখন আমার জন্য নাঈম শেখকে দেখার সুযোগ, যদি সে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে কোনো ম্যাচে সুযোগ পায়।” ২০২২ সালের প্রিমিয়ার লিগে রেকর্ড ১ হাজার ১৩৮ রান করেন এনামুল হক। সবশেষ আসরেও হেসেছে তার ব্যাট। আবাহনীর হয়ে ৫৯.৫৭ গড়ে করেন দ্বিতীয় সর্বোচ্চ ৮৩৪ রান। তিনবার করে পান সেঞ্চুরি ও ফিফটির স্বাদ। এমন পারফরম্যান্সের পরও ওয়ানডে দলে এনামুলের জায়গা না পাওয়া নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন হাথুরুসিংহে। “হ্যাঁ বিজয়ও অনেক রান করেছে। গত বছরও অনেক ভালো করেছিল। কিন্তু আমি শুধু ১১ জন ক্রিকেটারকেই খেলাতে পারব।”