শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৩:৫৩ পূর্বাহ্ন

ওয়ানডে বিশ্বকাপের লোগো উন্মোচন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৩ এপ্রিল, ২০২৩

এফএনএস স্পোর্টস: ভারতের মাটিতে চলতি বছরের অক্টোবরে শুরু হতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপের আসর। এর ছয় মাস আগেই গতকাল রোববার বিশ্বকাপের ব্র্যান্ড লোগো উন্মোচন করল আইসিসি। কিন্তু এই দিনটাই কেন লোগো প্রকাশের জন্য বেছে নিল আইসিসি? কারণ ১২ বছর আগে এই দিনে ভারতকে বিশ্বকাপ জিতিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। আগামী ওয়ানডে বিশ্বকাপের লোগোর নাম দেওয়া হয়েছে ‘নভরাসা’। ৯টি আবেগের প্রকাশ ঘটানো হয়েছে এই লোগোতে, তাই এমন নাম। যে ৯টি আবেগের কথা বলা হয়েছে সেগুলো হলো―আনন্দ, শক্তি, যন্ত্রণা, সম্মান, গর্ব, সাহসিকতা, গৌরব, বিস্ময় ও আবেগ। ভারতের বিপুলসংখ্যক ক্রিকেট সমর্থকের আবেগকে মাথায় রেখেই দেওয়া হয়েছে এই নাম। আগামী ৫ অক্টোবর এবারের ওয়ানডে বিশ্বকাপের পর্দা উঠবে। ১৯ নভেম্বর ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে ফাইনাল ম্যাচ। এবারও বাংলাদেশ দাপটের সঙ্গে সরাসরি বিশ্বকাপ আসরে সুযোগ করে নিয়েছে। বড় দলগুলোর মাঝে দক্ষিণ আফ্রিকার সরাসরি বিশ্বকাপ প্রায় নিশ্চিত। তবে শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজকে সম্ভবত বাছাই পর্ব খেলতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com