এফএনএস স্পোর্টস: আইপিএলের আসন্ন মৌসুমের জন্য অধিনায়কের নাম ঘোষণা করে দিল দিল্লি ক্যাপিটালস। সড়ক দুর্ঘটনার কারণে আইপিএলে খেলতে পারবেন না ঋষভ পন্থ। তার জায়গায় নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে ডেভিড ওয়ার্নারের নাম। তার ডেপুটি হিসেবে কাজ করবেন অক্ষর প্যাটেল। বৃহস্পতিবার এক টুইটের মাধ্যমে এই ঘোষণা দেয় দিল্লি ফ্র্যাঞ্চাইজি। এই মুহূর্তে কলকাতায় চলছে দিল্লির অনুশীলন ক্যাম্প। বুধবারই নাকি অনুশীলনে গিয়ে নতুন অধিনায়কের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন দলটির ক্রিকেট ডিরেক্টর সৌরভ গাঙ্গুলী। ক্যাম্প শেষ হওয়ার আগেই অধিনায়কের নাম জানিয়ে দিল দিল্লি। ওয়ার্নার দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার। অতীতে সফলভাবে সানরাইজার্স হায়দরাবাদকে নেতৃত্ব দিয়েছেন। দিল্লির নিয়মিত অধিনায়ক ঋষভ পন্থ গত বছরের ৩০ ডিসেম্বর দিল্লি থেকে উত্তরাখÐে নিজের বাড়িতে ফেরার সময় এক মারাত্মক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলেন। তার শরীরে অস্ত্রোপচার করতে হয়েছিল। হাসপাতাল থেকে ছুটি পেলেও এখনো তিনি ক্র্যাচে ভর দিয়ে চলাফেরা করেন। দুর্ঘটনার পর যে তিনি হাঁটতে পারছেন সেটা ভেবেই আনন্দ পেয়েছেন পন্থ। তার মাঠে ফিরতে এখনো অনেক দেরি।