বিশেষ প্রতিনিধি : আশাশুনিতে ওয়েভ ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ ও উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক গঠনে সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। দরিদ্র, প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে আদিবাসী, দলিত, ট্রান্সজেন্টার ও প্রতিবন্ধীদের জীবন মান উন্নয়ন ছিল এই সভার মূল উদ্দেশ্য। মঙ্গল মাহাতের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি আহসান হাবীব, রিপোর্টার্স ক্লাবের সভাপতি রাবিদ মাহমুদ চঞ্চল ও সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান। ওয়েভ ফাউন্ডেশনের ডিভিশনাল ফ্যাসিলিটেটর জহির উদ্দীনের সঞ্চালনায় প্রকল্প অবহিতকরণ সভা শেষে উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক গঠনের লক্ষ্যে আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে আশাশুনি রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তাফিজুর রহমানকে সভাপতি ও নৃ-গুষ্ঠি সম্প্রদায়ের মঙ্গল মাহাতকে সাধারন সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশ উন্নয়ন প্রক্রিয়া সক্রিয় করণের লক্ষ্যে উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক গঠন করা হয়।