শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কলারোয়ার তুলসীডাঙ্গায় বিএনপির মতবিনিময় সভা শ্যামনগরে ঠিকাদার কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি আসাদুল্লাহ, সম্পাদক হাফিজুর ব্রহ্মরাজপুরে সেলুন মালিক কল্যাণ সমিতির কমিটি গঠন সভাপতি শম্ভু সম্পাদক মানিক সাতক্ষীরা জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সভা সাতক্ষীরা স্কাউটস্ ত্রৈ—বার্ষিক কাউন্সিল কমিশনার শাহজাহান সম্পাদক মনোরঞ্জন পুরাতন সাতক্ষীরা সরলাপাড়া যুব সংঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল পীরমাতা ব্লাড ব্যাংক নলতা শরীফ’র প্রতিষ্ঠা বার্ষিকী ও মিলন মেলা অনুষ্ঠিত আশাশুনির খাজরা ও বড়দল সীমান্তে কালকী স্লুইস গেট পরিদর্শনে রবিউল বাশার শ্যামনগরে মটর সাইকেল দূর্ঘটনায় চালক নিহত ও আহত ১ কালিগঞ্জে সু—নাগরিকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ওয়েস্ট ইন্ডিজের মেয়েদের দায়িত্বে শেট ডিটজ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১০ জুলাই, ২০২৩

এফএনএস স্পোর্টস: ওয়েস্ট ইন্ডিজের মেয়েদের জাতীয় দলের কোচের দায়িত্ব নিচ্ছেন শেট ডিটজ। ৪৮ বছর বয়সী সাবেক এই অস্ট্রেলিয়ান কিপার-ব্যাটসম্যান বছর দশেক আগে ছিলেন বাংলাদেশের মেয়েদের জাতীয় দলের কোচ। আগামী মাসের শেষ দিকে উইমেন’স সিপিএলের আগে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন ডিটজ। তার প্রথম সিরিজটি হবে অবশ্য আরও কিছুদিন পরে। অক্টোবরে অস্ট্রেলিয়া সফরে তার কোচিংয়ে প্রথম খেলবে ক্যারিবিয়ান মেয়েরা। ডিটজ দায়িত্ব নিচ্ছেন বাংলাদেশের ছেলেদের জাতীয় দলের সাবেক বোলিং কোচ কোর্টনি ওয়ালশের জায়গায়। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর ক্যারিবিয়ান বোর্ড জানায়, কিংবদন্তি এই পেস বোলারের সঙ্গে চুক্তি নবায়ন করবেন না তারা। গত এপ্রিল থেকে খালি থাকা পদটি এবার পেতে যাচ্ছেন ডিটজ। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে ডিটজ ছিলেন পরিচিত নাম। উইকেট-কিপার ব্যাটসম্যান হিসেবে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন ১৯৯৮ থেকে ২০০৮ পর্যন্ত। কিপিং ছিল মূল শক্তি। তবে ব্যাটের হাত মন্দ ছিল না। ৫ সেঞ্চুরিতে ৩ হাজার ৭৫৩ রান করেছিলেন ৩০.৬ গড়ে। অ্যাডাম গিলক্রিস্ট, ব্র্যাড হাডিনদের জমানায় জাতীয় দলে ঢোকা হয়ে ওঠেনি। ২০০৮ সালে খেলা ছাড়ার পর ওই বছরই ডেভেলপমেন্ট কোচের দায়িত্ব নিয়ে যান নিউ জিল্যান্ডে। পরে কোচিং করিয়েছেন নিউ জিল্যান্ডের অন্যতম শীর্ষ দল ওয়েলিংটন ফায়ারবার্ডসকে। ২০১৩ সালের নভেম্বরে বাংলাদেশে আসেন মেয়েদের জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নিয়ে। ২০১৪ সালে দেশের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে তার কোচিংয়েই খেলেছিল বাংলাদেশ। ২০১৪ সালের অক্টোবরে দায়িত্ব নেন ভানুয়াতুর কোচ ও হাই পারফরম্যান্স ম্যানেজারের। তার কোচিংয়েই ডিভিশন ফাইভ থেকে ফোরে উঠে আসে ভানুয়াতু। ভানুয়াতুতে কোচিং করানোর পাশাপাশি স্থানীয় লিগেও খেলতেন। ২০১৮ সালে নাটকীয়ভাবে ভানুয়াতু জাতীয় দলের কোচ কাম ক্রিকেটার হয়ে খেলে ফেলেন আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগ ডিভিশন ফোরে। সবশেষ ২০২১ সালে নেদারল্যান্ডসের মেয়েদের দলের কোচ। তার কোচিংয়ে ওয়ানডে মর্যাদা অর্জন করে ডাচ মেয়েরা। র‌্যাঙ্কিংয়ে ১৮ থেকে উঠে আসে ১২ নম্বরে। সেই দায়িত্ব ছেড়ে এখন তিনি যাচ্ছেন ক্যারিবিয়ায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com