শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৭:২৬ অপরাহ্ন

ওয়েস্ট হ্যামের কাছে হেরে যা বললেন চেলসি কোচ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩

এফএনএস স্পোর্টস: চেলসির দায়িত্ব নেওয়ার পরপরই মাওরিসিও পচেত্তিনো বলেছিলেন, প্রথম দিন থেকেই জয়ের পথে দলকে এগিয়ে নিতে চান তিনি। কিন্তু শুরুতে দল বারবার হোঁচট খাওয়ায় লিগে প্রথম জয়ের অপেক্ষা বাড়ছে তার। প্রথম ম্যাচে ড্র করার পর এবার চেলসি হেরে গেছে ওয়েস্ট হ্যামের কাছে। পচেত্তিনো অবশ্য বলছেন, এখনও কেবল গুছিয়ে উঠছে তার দল। আশা নিয়ে তিনি তাকাচ্ছেন সামনে। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে রোববার ওয়েস্ট হ্যামের মাঠে ৩-১ গোলে হেরে যায় চেলসি। লিগ শুরুর ম্যাচে লিভারপুরের বিপক্ষে ১-১ গোলের ড্রয়ে আশার উপকরণ অনেক ছিল চেলসির। কিন্তু সেই ধারাবাহিকতা তারা ধরে রাখতে পারেনি এই ম্যাচে। আক্রমণ ও রক্ষণে অনেকটাই ছন্নছাড়া ছিল তারা। বল দখলের লড়াইয়ে যদিও প্রবলভাবেই এগিয়ে ছিল তারা। ম্যাচের ৭৬ শতাংশ সময় বল ছিল তাদের পায়ে। আক্রমণও করেছে অনেক। কিন্তু সেসব খুব একটা গোছানো ছিল না। সুযোগ যা এসেছে, তা কাজে লাগাতে পারেনি সেভাবে। এমনকি পেনাল্টি থেকে গোল করতে পারেননি আর্জেন্টাইন মিডফিল্ডার এনসো ফের্নান্দেস। ৬৭তম মিনিটে ডিফেন্ডার নায়েফ লাল কার্ড দেখায় ১০ জনের দলে পরিণত হয় ওয়েস্ট হ্যাম। সেটিও কাজে লাগাতে পারেনি চেলসি। চলতি দলবদলে ৮ জন ফুটবলারকে দলে নিতে ৩২ কোটি ৫০ লাখ পাউন্ড খরচ করে চেলসি। গত বছর টড বোয়েলি ও ক্লিয়ারলেক ক্যাপিটাল কনসোর্টিয়াম এই ক্লাব কিনে নেওয়ার পর দলবদলে তাদের মোট খরচ এখন প্রায় ৮০ কোটি পাউন্ড। কিন্তু মাঠের ফুটবলে সেই ছাপ পড়েনি। স¤প্রতি তুমুল আলোচনার জন্ম দিয়ে সাড়ে ১১ কোটি পাউন্ডে দলে আনা মোইসেস কাইসেদোকে এই ম্যাচে মাঠে নামান পচেত্তিনো কিছু পাওয়ার আশায়। কিন্তু এই তরুণ হতাশ করেন পুরোপুরি। উল্টো তার কারণে শেষ সময়ে পাওয়া পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ায় ওয়েস্ট হ্যাম। পচেত্তিনো অবশ্য এখনই আশাহত হচ্ছেন না। প্রক্রিয়ার পথ ধরে সাফল্যের ঠিকানার দিকে এগোতে চান তিনি। “এটা কেবলই মৌসুমের শুরু এবং পুরো ব্যাপারটি হলো প্রক্রিয়া। এই মুহূর্তে আমাদের আপাতত আরও নিখুঁত হতে হবে এবং যখন আমরা সুযোগ তৈরি করছি, সেখান থেকে আরও গোল করতে হবে।” “লিভারপুল ম্যাচের পর যা বলেছি, তা তো এখনই বদলাতে পারি। প্রক্রিয়ায় বিশ্বাস রেখে যেতে হবে আমাদের এবং ধীরস্থির থেকে এগিয়ে যেতে হবে।” পরের ম্যাচে অবশ্য জয়ের আশা করতেই পারেন পচেত্তিনো। তাদের প্রতিপক্ষ এবার প্রিমিয়ারে উঠে আসা লুটন টাউন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com