এফএনএস: কক্সবাজারের চকরিয়ায় পাহাড়ের পাদদেশে তামাক ক্ষেতের কিনারা থেকে বন্য হাতির মৃতদেহ উদ্ধার করেছে বন বিভাগ। গতকাল বুধবার সকালে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ঘুনিয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের কর্মকর্তা মেহরাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। বন বিভাগ সূত্র জানায়, ফাঁসিয়াখালীর ঘুনিয়া পাহাড়ের পাদদেশের একটি তামাক ক্ষেতের কিনারায় ভোরে হাতির লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সেখানে উৎসুক জনতা ভিড় জমায়। বন বিভাগকে জানালে বন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। স্থানীয়রা জানান, চকরিয়ার বিস্তীর্ণ এলাকাজুড়ে তামাক ক্ষেত রয়েছে। পাহাড়ি এলাকায় বন্য হাতির আক্রমণ থেকে তামাক ক্ষেত রক্ষায় বৈদ্যুতিক ফাঁদ ব্যবহার করছেন কৃষকরা। এ ধরনের ফাঁদে পড়ে হাতিটির মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর নিশ্চিত করে বলা যাবে বলে জানিয়েছেন বন বিভাগের কর্মকর্তারা। ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিন বলেন, জানুয়ারি পুরো মাস চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ফাঁসিয়াখালীর বিভিন্ন এলাকায় স্থানীয় কৃষকদের নিয়ে বৈদ্যুতিক ফাঁদে হাতি হত্যার বিরুদ্ধে সচেতনতামূলক সভা করা হয়। ঘুনিয়া এলাকার কয়েকটি তামাক ক্ষেত থেকে বৈদ্যুতিক ফাঁদ অপসারণও করা হয়েছিল। একই এলাকায় হাতির মৃত্যুর ঘটনা ঘটেছে। তিনি আরও বলেন, বৈদ্যুতিক ফাঁদে হাতিটির মৃত্যু হয়েছে বলে অনেকে ধারণা করছেন। তবে ময়নাতদন্ত ছাড়া এ বিষয়ে বলা সম্ভব নয়। তাই মৃত হাতিটির ময়নাতদন্তের জন্য চকরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। তবে, ৪০—৪২ বছর বয়সী মৃত পুরুষ হাতিটির শরীরে বাহ্যিকভাবে কোনো অসুস্থতা চোখে পড়েনি।