বিশেষ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার রতনপুর কদমতলায় তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ মে বৃহস্পতিবার ঐতিহ্যবাহী কদমতলা পি ডি কে মিতালী সংঘের আয়োজনে অত্র সংঘের মাঠে মাহফিল উপলক্ষে এলাকাসহ বিভিন্ন এলাকা জুড়ে দৃষ্টিনন্দন গেট, লাইটিং, আলোকসজ্জা সহ মাইকিং প্রচারে উৎসবমুখর করে তুলেছে তাফসিরুল কোরআন মাহফিল। মাগরিব নামাজ বাদ এলাকা ও বিভিন্ন এলাকা থেকে আগত হাজার হাজার ধর্মপ্রাণ নারী-পুরুষ, মুসল্লী, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রিতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অত্র মাহফিল ময়দান এক মিলন মেলায় পরিণত হয়। উক্ত তাফসীরুল কোরআন মাহফিলে আলহাজ্ব শেখ শফিকুর রহমান এর সভাপতিত্বে তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-০৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন। প্রধান বক্তা হিসেবে কোরআন হাদিস থেকে মূল্যবান বয়ান পেশ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা মুফতি মাওঃ জহিরুল ইসলাম ফরিদী (ফরিদপুর)। দ্বিতীয় বক্তা হিসেবে কোরআন হাদিস থেকে মূল্যবান বয়ান পেশ করেন কাটুনিয়া দাখিল মাদ্রাসার সাবেক সুপার আলহাজ্ব মাওঃ আবু বকর সিদ্দিক, মাওঃ বাকি বিল্লাহ বিলালী, মাওঃ আব্দুল্লাহ আল মামুন, মাওঃ আব্দুর সবুর সাইফী, হাফেজ মোঃ আলমগীর হোসেন সহ এলাকা ও বিভিন্ন এলাকার আলেম ওলামায়ে কেরামগন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রতনপুর ইউপি চেয়ারম্যান এম আলীম আল রাজী (টোকন) প্রমুখ। মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পি ডি কে মিতালী সংঘের সভাপতি শিক্ষক মোঃ আব্দুর রফিক।