শিবপুর প্রতিনিধি \ সাতক্ষীরা সদর উপজেলার কদমতলা হইতে বৈকারী সড়কটি রাস্তাটি চলাচলের সম্পূণ্য অনুপযোগি হয়ে পড়েছে। সরজমিনে গিয়ে দেখা যায় যে, কদমতলা হইতে বাবুলিয়া কুমোরপাড়া পর্যন্ত ২০২১-২০২২ অর্থ বছরে ঠিকাদারের কর্র্তৃক কাজটি সমপন্ন হওয়ার কথা থাকলেও ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি সম্পন্ন করেনি। এবং আবাদেরহাট বাজার হইতে বৈকারী পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার রাস্তা চলাচলে অনুপযোগি হয়ে পড়েছে সড়কে বিভিন্ন স্থানে গর্তগুলিতে আশু মেইনটেন্স না করলে বর্ষা মৌসুমে জন সাধারনের চলাচলে দূর্যোগ পোহাতে হবে। প্রকাশ থাকে যে, উক্ত রাস্তা দিয়ে প্রতিদিন বৈকারী, কুশখালী, বাঁশদহা, শিবপুর ও আগরদাঁড়ী ইউনিয়নের জনসাধারন স্কুল কলেজের ছাত্র/ছাত্রী ও নির্মান কাজের মালামাল ও কৃষিপন্য আহারনের মারাত্বক সমস্যা সৃষ্ঠি হচ্ছে। এ বিষয়ে সদর উপজেলা প্রকৌশলী শফিউল আযমের কাছে মুঠো ফোনে জানতে চাইলে তিনি বলেন গত অর্থ বছরে ৩.০০ কিঃ মিঃ রাস্তা এলজিইডি কর্তৃক বরাদ্দ দ্বারা ঠিকাদার কর্র্তৃক কাজটি চলমান আছে। এবং চলতি অর্থ বছরের রক্ষানেবেক্ষন প্রকল্পের মাধ্যমে প্রাক্কলন প্রেরন করা হয়েছে এবং অর্থ পেলেই চলতি বছরের কাজটি সম্পন্ন করবে ।