কপিলমুনি প্রতিনিধি ॥ খুলনা জেলা পাইকগাছা উপজেলার হরিঢালী ইউপির নগরশ্রীরামপুর গ্রামের একটি গ্রামীণ রাস্তা বদলে দিয়েছে সাধারণ মানুষের জীবন যাত্রা। গ্রামবাসীর স্বতঃস্ফূর্ত সহযোগিতায় ১২ ফুট প্রস্থ বিশিষ্ট রাস্তাটি সম্প্রতি নির্মান করেছেন, নগরশ্রীরামপুর গ্রামের কৃতিসন্তান সিনিয়র সাংবাদিক আনোয়ার আলদীন। উক্ত রাস্তাটি নির্মাণে জমিসহ নানা ভাবে সহযোগীতা করেছেন, নগরশ্রীরাম গ্রামের মৃতঃ মাওলানা আয়েন উদ্দিনের স্ত্রী ও সন্তানরা। অপর সহযোগী হলেন, মাওলানা মোশাররফ হোসেন গাজী, মাওলানা রুহুল আমিন গাজী, শিক্ষক জিএম আবদুল্লাহসহ তাদের পরিবারবর্গ। সর্বজন নেতৃত্বে ছিলেন, আবদুস সাত্তার ফকির। জানাগেছে, অত্র উপজেলার অজপাড়া গায়ের এ রাস্তাটি দিয়ে প্রতিনিয়ত শত শত শ্রমজীবী, কৃষক ও মৎস্য চাষীরা মৎস্য আহরণের জন্য খালবিলে যাওয়া কষ্টসাধ্য ছিল। তারপরও জীবিকার তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে কাদাযুক্ত ভাংগা চোরা রাস্তাটি ব্যবহার করে আসছিল তারা। রাস্তাটির শেষ প্রান্তে রয়েছে একটি দৃষ্টিনন্দন মসজিদ। স্থানীয় মুসুল্লীরা তাই যুগ যুগ ধরে চরম দূর্ভোগের মধ্যে দিয়ে নামাজ আদায় করতে যেতে হত তাদের। তবে সম্প্রতি সময়ে সেই চালচিত্র বদলে দিয়েছে নগর শ্রীরামপুর গ্রামের নবনির্মিত এ রাস্তাটি। এ ব্যাপারে নিরাপদ সড়ক চাই আন্দোলনের পাইকগাছা উপজেলা সভাপতি ও নগরশ্রীরামপুর গ্রামের বিশিষ্ট সমাজ সেবক এইচ এম শফিউল ইসলাম জানান, প্রথমত রাস্তাটি নির্মিত হওয়ার পর এলাকার মুসুল্লীদের সালাত আদায়ে বায়তুল মামুর জামে মসজিদে যাতায়াতের পথ ঝুঁকি মুক্ত হয়েছে। মসজিদটি কেন্দ্র করে এলাকাবাসীর মাঝে আর্থিক সহযোগিতা এবং জনমানুষের কল্যাণমূলক কর্মকান্ড পরিচালিত হচ্ছে গত কয়েক বছর ধরে। গত পুরো রমজান মাস ব্যাপী ইফতার মাহফিলে চমৎকার চমক সৃষ্টি করেছিলেন মসজিদ কমিটির নেতৃবৃন্দ। মসজিদের মক্তব খানায় প্রভাত বেলায় শিশুদের আরবী শিক্ষা প্রদান করা হয়। গ্রামের মানুষ নামাজ আদায় করতে যান এই মসজিদে। অনেকে আসেন দৃস্টিনন্দন মসজিদ দর্শনে এবং মাঠ ভ্রমণে। ইতোমধ্যে নতুন রাস্তাটি নির্মানের ফলে বদলে গেছে অত্র এলাকার পুরানো চালচিত্র। তবে রাস্তাটি পাকা না হওয়া পর্যন্ত এলাকাবাসীর অক্ষেপ ঘুচবে না। এলাকাবাসী দাবী জনবহুল রাস্তাটি পাকা করণে। এব্যাপারে ইউপি সদস্য মুজাহিদ হাজরা বলেন, কোন অনুদান ছাড়াই ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদকে কেন্দ্র করে একটি সমাজের কত পরিবর্তন হয় তার উদাহরণ এই নতুন রাস্তাটি। এ ব্যাপারে পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন জানান, আমি পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান করার পর আমি জানতে পেরেছি নগরশ্রীরামপুর এলাকায় মসজিদের কল্যাণে এলাকাবাসীর সহযোগীতায় একটি নতুন রাস্তা হয়েছে। সময় নিয়ে আমি রাস্তাটি দেখতে যাবো। প্রয়োজনে রাস্তাটিতে ইট বসানোর ব্যবস্থা করবো।