কপিলমুনি প্রতিনিধি \ কপিলমুনিতে দিনভর এমপি আক্তারুজ্জামান বাবু’র পদচারণায় মুখরিত ছিল এ জনপদ। শুক্রবার সকাল থেকে পাইকগাছা উপজেলার কপিলমুনি, কাজিমুছা ও প্রতাপকাটী এলাকার সাধারণ মানুষের সাথে মতবিনিময় ও অসুস্থ নেতাকর্মীদের বাড়ীতে বাড়ীতে গিয়ে সার্বিক খোঁজ খবর নেন খুলনা-৬, পাইকগাছা-কয়রা আসনের জননন্দিত এ সংসদ সদস্য। এসময় অসুস্থ ব্যাক্তি ও স্থানীয় মসজিদের উন্নয়ন কল্পে কয়েক লক্ষ টাকার অনুদান প্রদান ও সাহায্যের আশাবাদ ব্যাক্ত করেন। একই সাথে শুক্রবার জুমাবাদ কাজিমুছা পূর্বপাড়া জামে মসজিদে নামাজ আদায় করেন। অতৎপর সেখানে আগত মুসল্লি ও এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন। ক্ষণিকের সময় হলেও এমপিকে কাছে পেয়ে অনেক নেতাকর্মীরা আবেগে আপ্লুত হয়ে পড়েন। উক্ত পদচারণা ও মতবিনিময় স্থলে উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, যুগ্ন-সাধারণ সম্পাদক ও পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার জোয়ার্দ্দার, প্রভাষক ময়নুল ইসলাম, কপিলমুনি ইউনিয়ন আঃলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খোকন, কপিলমুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, উপজেলা যুবলীগ নেতা এম এম আজিজুল হাকিম, রাজীব গোলদারসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সাধারণ এলাকাবাসী। উক্ত এলাকায় পদচারণা কালে এলাকাবাসী মহান আল্লাহ রব্বুল আলামীন যেন এমপিকে এভাবে মানুষের পাশে থেকে কাজ করে যাওয়ার তৌফিক দান করেন। এমনি দোয়া করেন সকলে।