কপিলমুনি প্রতিনিধি॥ মঙ্গলবার (১৭ অক্টোবর) কপিলমুনিতে দিন-দুপুরে দু:সাহসিক চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাত চোরেরা বাড়িতে কেউ না থাকার সুযোগে রান্না ঘরের ভেতর দিয়ে বসতঘরে প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় কপিলমুনি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়রা জানান, কপিলমুনির নাছিরপুর এলাকার পঞ্চানন দাশের ছেলে মনিশংকর দাশ স্থানীয় কপিলমুনি বাজারের একজন ব্যবসায়ী। সকাল সাড়ে ৯টার দিকে তার স্ত্রী মেয়েকে নিয়ে পরীক্ষা দেওয়াতে স্কুলে যায়। এরপর বেলা ১১ টার দিকে বাসায় ফিরে বাউন্ডারীর মেইন গেইট খুলে ভেতরে ঢুকে ঘরের দরজা খোলা দেখে চিৎকার দেন। এসময় তাৎক্ষণিক প্রতিবেশীরা ঘটনাস্থলে গেলে তিনি ভেতরে ঢুকে দেখতে পান যে, ঘরে গচ্ছিত নগদ ২৭ হাজার টাকা ও প্রায় ৩ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালংকার চুরি গেছে। ধারণা করা হচ্ছে, সকালে তড়িঘড়ি ঘরে মেয়েকে নিয়ে গৃহকত্রী বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে রওনা হলে সুযোগ বুঝে অজ্ঞাত চোরেরা রান্না ঘরের ভেতর দিয়ে মুল ঘরে প্রবেশ করে। এসময় তারা গ্রীলের তালা ভাঙ্গার চেষ্টা করেও পারেনি। তবে ঘরের দরজা খোলা ছিল। ধারণা করা হচ্ছে, চোরেরা তালা ভাংতে গিয়ে পাশের দরজা খোলা পাওয়ায় না ভেঙ্গেই ভেতরে ঢুকে পড়ে। এসময় তারা ঘরে রক্ষিত নগদ ২৭ হাজার টাকা ও প্রায় ৩ ভরি স্বর্ণালংকারসহ অন্যান্য মালামাল নিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায়। খবর পেয়ে তাৎক্ষণিক স্থানীয় কপিলমুনি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ খবর লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে বলে পারিবারিক সূত্র জানিয়েছে। এব্যাপারে কপিলমনি পুলিশ ফাঁড়ির এসআই শাহজুল ইসলাম বলেন, সকালে তড়িঘড়ি করে মেয়েকে নিয়ে গৃহকত্রী ঘরের দরজা অরক্ষিত রেখে স্কুলে বেরিয়ে পড়েন। এই সুযোগে অজ্ঞাত চোরেরা মালামাল চুরি করে পালিয়ে গিয়ে থাকতে পারে।