কপিলমুনি প্রতিনিধি ॥ কপিলমুনিতে বাৎসরিক ঞ্জাতী ভোজ অনুষ্ঠানে পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান আনন্দ মোহন বিশ্বাসের উপস্থিতে সন্তোষ প্রকাশ করেছেন, কপিলমুনি পালপাড়ার স্বর্গীয় মনিন্দ্র নাথ পালের পুত্র নারায়ণ চন্দ্র পাল, কিনারাম পাল ও গৌতম পাল। শুক্রবার দুপুর ২ টায় তাদের পালপাড়াস্থ নিজস্ব বাসভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন, কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দার, লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, কপিলমুনি রামকৃষ্ণ ও কপিলেশ্বরী কালী মন্দিরের সভাপতি চম্পক কুমার পাল, কপিলমুনি পুলিশিং কমিটির সভাপতি সাধন কুমার ভদ্র, কপিলমুনি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খোকন, কোষাধক্ষ্য বিধান চন্দ্র ভদ্র, কপিলমুনি পাল ট্রেডার্সের স্বাত্তাধীকারী রামপ্রসাদ পাল, কপিলমুনি বাজারের বিশিষ্ট চাউল ব্যবসায়ী স্বপন সাহা, দিলীপ দে, আবুল কাশেম, সাংবাদিক প্রবীর জয়, তপন পাল, নিমাই দাশ, ছাত্রলীগ নেতা ইমরান মোল্ল্যা ও জয়দেব ঠাকুর প্রমুখ।