কপিলমুনি প্রতিনিধি \ খুলনা জেলা পাইকগাছা উপজেলার কপিলমুনিতে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনে যোগদান করেন বর্তমান সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।তিনি শুক্রবার বিকালে মামুদকাটী দলিত জনগোষ্ঠীর সাথে মতবিনিময়, কপোতাক্ষ নদের আগড়ঘাটা নামক স্থানে খনন কাজ পরিদর্শন, মামুদকাটী অনির্বান লাইব্রেরী পরিদর্শন ও মতবিনিময়, একইদিন সন্ধ্যায় মামুদকাটী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা ও শনিবার সকাল ১১ টায় মাহমুদকাটী মোড় হতে বালিয়া খেয়াঘাট পর্যন্ত সদ্য নির্মিত ৪ কিলোমিটার ড্রেস কার্পেটিং সড়কটির শ্রীনিবাস ঘোষ সড়ক নামের ফলক উন্মোচন, হরিঢালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী ও শিক্ষক সন্মাননা অনুষ্ঠানে যোগদান ও বিকালে জিটিসি সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন ও রাধা শ্রীনিবাস ফাউন্ডেশনের উদ্যোগে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে যোগদান করেন। দু’দিনের সরকারী সফরে কপিলমুনির মামুদকাটীতে এসে তিনি এসব প্রোগ্রামে অংশগ্রহন করেন। এসময় উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলার নির্বাহী অফিসার মমতাজ বেগম, প্রতাপকাটী এলাকার প্রবীণ ব্যক্তিত্ব আলহাজ্ব এরফান আলী মোড়ল, উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান খাঁন, পাইকগাছা সরকারী কলেজের অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, হরিঢালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন বিশ্বাস, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি বিপ্লব সরকার, সাংবাদিক নিখিল ভদ্র, এস এম আব্দুর রহমান, আমিনুল ইসলাম বজলু, প্রভাষক মোমিন উদ্দীন, আঃ রাজ্জাক বুলি, অমর ঘোষ, অর্নিবান লাইব্রেরীর সাধারণ সম্পাদক প্রভাত দেবনাথ, ইউপি সদস্য শংকর বিশ্বাস ও বিন্ষু কর্মকার প্রমুখ।