কপিলমুনি প্রতিনিধি \ বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় জেলা কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ কপিলমুনিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন। খুলনা বিভাগীয় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দিনারা জামান এ অভিযান পরিচালনা করেন। ভোক্তা অধিদপ্তরের বাজার মনিটরিং এর অংশ অনুযায়ী অস্বাস্থ্যকর পরিবেশে কারখানায় খাদ্যসামগ্রী উৎপাদন ও ফার্মেসীতে মেয়াদোর্ত্তীণ ঔষধ ও ঔষধের স্যাম্পল বিক্রয়ের উদ্দেশ্য রাখার অপরাধে ৬ টি প্রতিষ্ঠানের কাজ থেকে মোট ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদন করে তা ক্রেতা পর্যায়ে বিক্রয়ের অপরাধে মজুমদার সুইটের মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৪৩ ও ৩৮ ধারায় ৩ হাজার টাকা, মেয়াদোর্ত্তীণ ঔষধ ও ঔষধের স্যাম্পল ভোক্তা পর্যায়ে বিক্রয়ের উদ্দেশ্য রাখার জন্য শুভ ড্রাগ হাউজকে ৫১ ধারায় ৫ হাজার টাকা, নাহার মেডিকেল হলকে উপরোক্ত আইনের একই ধারায় ৬ হাজার টাকা ও তনয় মিষ্টান্ন ভান্ডার মালিকে আইনের ৪৩ ধারায় ১ হাজার, মনমোহিনী মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা, সাতক্ষীরা ঘোষ ডেয়ারীর মালিককে ৩ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া কপিলমুনি হোটেল মালিকদেরকে উক্ত বিষয়ে সতর্কবার্তা প্রদান করেন। উক্ত অভিযানকালে উপস্থিত ছিলেন, কপিলমুনি ফাঁড়ি পুলিশের এসআই শাহাজুল ইসলামসহ সঙ্গীয ফোর্স ও ভোক্তা অধিকার খুলনা বিভাগীয় জেলা কার্যালয়ের অফিস সহকারীবৃন্দ।