মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৯:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

কপিলমুনিতে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

কপিলমুনি প্রতিনিধি ॥ কপিলমুনিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল ১০ টায় সম্মিলিত স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন পরিষদের উদ্যোগে ও কপিলমুনি কলেজের সার্বিক ব্যবস্থাপনায় কলেজ অধ্যক্ষ মোঃ হাবিবুল্যাহ বাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, কলেজ পরিচালনা পরিষদের সদস্য আনন্দ মোহন বিশ্বাস, কপিলমুনি ইউপি চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়াদ্দার, প্রধান শিক্ষক রহিমা আখতার শম্পা, সহকারী প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সঞ্জয় কুমার মন্ডল, কপিলমুনি ইউনিয়ন আ’লীগের সভাপতি সরদার বজলুর রহমান, কপিলমুনি ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকন, বিনোদ বিহারী শিশু বিদ্যালয়ের শিক্ষক পলাশ কুমার দাশ সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীবৃন্দ। অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াত, পবিত্র গীতা পাঠ, নীরবতা পালন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রভাষক মোঃ ময়েজুর ময়েজ রহমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com