কপিলমুনি প্রতিনিধি ॥ ৯ ডিসেম্বর কপিলমুনি মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে খুলনা জেলা পাইকগাছা উপজেলার কপিলমুনি শত্রু কবলিত ঘাঁটি পতনের মধ্যে দিয়ে মুক্তিযোদ্ধাদের বিজয় অর্জিত হয়েছিল। দিবসটি উপলক্ষ্যে শনিবার সকাল ৮ টায় ঐতিহাসিক কপিলমুনি মুক্তদিবস উদযাপন জাতীয় কমিটি ও স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের উদ্যোগে কপিলমুনি বৌদ্ধভূমিতে শ্রদ্ধা নিবেদন, নিরবতা পালন ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে বক্তব্যে রাখেন, পাইকগাছা-কয়রা আসনের নৌকা প্রতীকের প্রার্থী মোঃ রশিদুজ্জামান মোড়ল। এসময় উপস্থিত ছিলেন, কপিলমুনি কলেজের অধ্যক্ষ হাবিবুল্ল্যাহ বাহার, বাংলাদেশ জাতীয় সংসদ সাংবাদিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও কালের কন্ঠের স্টাফ রিপোর্টার নিখিল ভদ্র, কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দার, উপজেলা আওয়ামীলীগ নেতা ও কপিলমুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি জিএম হেদায়েত আলী টুকু, উপাধ্যক্ষ ত্রিদিব কান্তি মন্ডল, প্রভাষক রেজাউল করিম খোকন, কপিলমুনি মেহেরুন্নেচ্ছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, বিপ্লব কান্তি মন্ডল, বীর মুক্তিযোদ্ধা শেখ জামাল হোসেন, শেখ দিদারুল ইসলাম, কপিলমুনি সহচরী স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক সঞ্জয় মন্ডল, কপিলমুনি ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকন, প্রভাষক কামাল হোসেন, অলোক মজুমদার, জগদীশ দে, প্রদীপ দত্ত ও ইউপি সদস্য বিষ্ণু কর্মকার প্রমুখ।