কপিলমুনি প্রতিনিধি \ কপিলমুনিতে ২১ আগস্টের উপর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪ টায় কপিলমুনি ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে কপিলমুনি দলীয় কার্যালয়ে এ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। কপিলমুনি ইউনিয়ন আ’লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি সরদার বজলুর রহমানের সভাপতিত্বে ও কপিলমুনি ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকন এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা-৬, পাইকগাছা-কয়রা আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা আ’লীগের সহ-সভাপতি সমীরণ সাধু, উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, আ’লীগ নেতা আফসার আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাবুদ্দিন ফিরোজ বুলু, কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দার, উপজেলা কৃষকলীগের সদস্য সচিব সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, লতা ইউপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান পুলকেশ মন্ডল, কপিলমুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, কপিলমুনি ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি জি এম সামাদ, সাধারণ সম্পাদক শংকর ঢালী, যুগ্ন-সাধারণ সম্পাদক লাভলু গোলদার ও মফিজুল মোড়লসহ ইউনিয়ন আ’লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।