কপিলমুনি প্রতিনিধি \ কপিলমুনি নগর শ্রীরামপুর ফকিরপাড়া পাঞ্জেগানা মসজিদ থেকে বায়তুল মা’মুর জামে মসজিদ ও কালচারাল সেন্টার পর্যন্ত নব নির্মিত সংযোগ সড়কটির শুভ উদ্বোধন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ২টায় খুলনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্টে্রট মোহাম্মদ সাইফুল ইসলাম উক্ত রাস্তাটির শুভ উদ্বোধন করেন। উদ্বোধন পরবর্তী সংক্ষিপ্ত পরিসরে বায়তুল মা’মুর জামে মসজিদ ও কালচারাল সেন্টার প্রাঙ্গণে কপিলমুনি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও নগরশ্রীরামপুর বায়তুল মা’মুর জামে মসজিদ কমিটির কর্মকর্তা এইচ এম হাশেমের সভাপতিত্বে কপিলমুনি প্রেসক্লাবের আহবায়ক ও দৈনিক ইত্তেফাক পত্রিকার পাইকগাছা উপজেলা প্রতিনিধি এইচএম শফিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন জেলা প্রশাসক। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলার নির্বাহী অফিসার মাহেরা নাজনিন, পাইকগাছা উপজেলা সহকারী কমিশনার (ভৃমি) ইফতেখারুল ইসলাম শামীম, পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতি ডাঃ আব্দুল মজিদ, বিশিষ্ঠ সাংবাদিক ও মানবাধিকার কর্মী মুস্তাফিজুর রহমান পারভেজ, কপিলমুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাবেক জেলা বিএনপি নেতা শামছুল আলম পিন্টু, কপিলমুনি ইউপির সাবেক চেয়ারম্যান ও সাবেক জেলা বিএনপি নেতা শাহাদাৎ হোসেন ডাবলু, কপিলমুনি মেহেরুন্নেচ্ছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, কপিলমুনি সহচরী স্কুল এন্ড কলেজের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক সঞ্জয় মন্ডল, কপিলমুনি প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য সচিব আমিনুল ইসলাম বজলু, সাংবাদিক শেখ দীন মাহমুদ, তপন পাল, স ম নজরুল ইসলাম, নাদীর শাহ ও খায়রুল ইসলাম প্রমুখ।