কপিলমুনি প্রতিনিধি ॥ “গ্রাম বাংলার মানুষের কল্যাণে নিবেদিত হোক সাংবাদিকতা” এ প্রতিপাদ্যর আলোকে ৪ঠা জুন’ ২০২৪ কপিলমুনি প্রেসক্লাবের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার সন্ধ্যায় কপিলমুনি প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। কপিলমুনি প্রেসক্লাবের সভাপতি জি এম হেদায়েত আলী টুকুর সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক মিলন দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রাণ্যবন্ত সভায় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, সংবাদপত্র একটি সমাজের চলমান দর্পণ। আর সাংবাদিকতা হচ্ছে সমাজের জাগ্রত বিবেক। শিক্ষা-সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, ধর্ম, দর্শণ, বিনোদন তথা মানব সভ্যতা বিকাশের মূল বাহন, চিন্তার ক্ষেত্রে পরিবর্তন, ধ্যান ধারণার বিবর্তন, সমাজ বিপ্লব কিংবা সংস্কৃতির রুপান্তেরর ধারক ও বাহক হলো সাংবাদিকতা। সাংবাদিকরা শুধু ইতিহাস নির্মাণ করেনা, তার পথ নির্দেশিকা দেয়। একজন সাংবাদিক মানুষের জীবন আচরণের এক নিত্য সঙ্গী। সাংবাদিকতা হচ্ছে সমাজ সেবার প্রধান একটি আধুনিক রুপ। এই মহান ব্রত নিয়ে সুস্থ সাংবাদিকতার ধারা অব্যাহত রাখার প্রত্যয়ে ১৯৮৩ সালের ৪ঠা জুন প্রতিষ্ঠিত করা হয় কপিলমুনি প্রেসক্লাব। সে সুবাদে উক্ত প্রতিষ্ঠানের কলম সৈনিকদের এই সুমহান প্রতিষ্ঠানটি সম্মিলিত প্রচেষ্টায় উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ও সর্বমহলে সমাদৃত হবে এ প্রত্যশা সকলের। এ সময় উপস্থিত ছিলেন, কপিলমুনি প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সহ-সভাপতি মুন্সী রেজাউল করিম মহব্বত, সহ-সম্পাদক জি এম আসলাম হোসেন, কোষাধক্ষ্য জি এম মোস্তাক আহমেদ, দপ্তর সম্পাদক এ কে আজাদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এইচ এম শফিউল ইসলাম, নির্বাহী সদস্য জি এম হাসান ইমাম, আজীবন সদস্য সরদার ফরিদ আহমেদ, এস এম আজিজুর রহমানসহ স্থানীয় সুধী ও সাংবাদিকবৃন্দ।