কপিলমুনি প্রতিনিধি ॥ কপিলমুনি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সারদা লাইব্রেরীর স্বাত্তাধীকারী যুগোল কিশোর দের মৃত্যুর এক বছর অতিবাহিত হওয়ায় তাকে স্মরণ ও বাৎসরিক কার্যাদী অনুষ্ঠানের আয়োজন করেছে তারই উত্তরসূরী পুত্রগণ। এ উপলক্ষ্যে সনাতন বিধানমতে পারলৌকিক ক্রীয়াসূচী অনুযায়ী আগামী মঙ্গলবার (১২ মার্চ) ক্ষৌরকার্য্য, বুধবার (১৩ মার্চ) বাৎসরিক সপিন্ডকরণ শ্রাদ্ধ ও শুক্রবার (১৫ মার্চ) দুপুর ১২.৩০ ঘটিকায় স্বর্গীয় যুগোল কিশোর দের পুত্রদ্বয়ের কপিলমুনিস্থ সীতানাথ ভবন গৃহে ঞ্জাতিভোজ, অতিথি ও বন্ধু সেবা অনুষ্ঠিত হবে। তদুপলক্ষ্যে উপরে বর্ণিত ক্রীয়াসূচী অনুযায়ী আমন্ত্রিত অতিথিবৃন্দ অনুষ্ঠান মালায় উপস্থিত হয়ে তাঁর বিদেহী আত্নার চিরশান্তি ও সদগতি কামনা করেছেন, ভাগ্যহীন পুত্রগণের মধ্যে হিমাদ্রী শেখর দে, চন্দ্র শেখর দে, জয়দেব কুমার দে ও পুত্রবধু সঞ্জিতা দে, অজন্তা আঢ্য ও দেবশ্রী ভদ্র। এ ব্যাপারে হিমাদ্রী শেখর দে বলেন, ইংরেজী ২০২৩ সালের ২৩ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) আমার আরাধ্য পিতৃদেব যুগোল কিশোর দে ইহলোকের মায়া ত্যাগ করে আমাদেরকে শোক সাগরে ভাসিয়ে পরলোক গমন করেছেন। তারই স্মৃতি বুকে ধারণ করে পিতার অনুরাগী ও শুভাকাঙ্খীদের সাথে নিয়ে বাৎসরিক কার্যাদীর পাশাপাশি সকলের আর্শিবাদ মাথায় নিয়ে পিতার মত সকলের শ্রদ্ধার পাত্র হিসেবে এ মানব সমাজে বেঁচে থাকার একটু প্রয়াস মাত্র। সর্বপরী পিতা স্বর্গ পিতা ধর্ম: পিতাহি পরমং তপ: পিতরি প্রীতিমাপন্নে প্রীয়ন্তে সর্বদেবতা।