বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার ইশ্বরীপুর গুমানতলীতে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় কপোত-কপোতিকে আটক করা হয়েছে। ঘটনা সুত্রে জানাযায়, গত সোমবার বিকাল ৩টায় ঈশ্বরীপুর গুমানতলীতে মোহাম্মদ আলীর স্ত্রীর সাথে তাদের বাড়িতে উপজেলার উত্তর আটুলিয়া গ্রামের মৃত অজিয়ার গাজীর পুত্র জাহাঙ্গীর আলম (৩৫) অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় স্থানীয় উৎসুক জনতা হাতেনাতে তাদেরকে আটক করে। আটকের খবর জানাজানি হলে স্থানীয় উৎসুক জনতা তাদেরকে গণধোলাই দিয়ে শ্যামনগর থানা পুলিশের হাতে সোপর্দ করে। এবিষয়ে থানা পুলিশ পরিদর্শক তদন্ত হাওলাদার সানোয়ার হোসেন মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক দৃষ্টিপাতকে জানান, গুমানতলী থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় দুই জনকে আটক করা হয়েছে। মামলা দিয়ে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ইতিপূর্বে ঐ মহিলা বিভিন্ন অসামাজিক কাজে জড়িত থাকায় তার বিরুদ্ধে শতাধিক গ্রামবাসীর স্বাক্ষরিত যথাযথ কর্তৃপক্ষের নিকট অভিযোগ পত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জেলা আওয়ালীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এ কে ফজলুল হক, উপজেলা চেয়ারম্যান এস এম, আতাউল হক দোলন, ইউপি চেয়ারম্যান জি এম শোকর আলী সুপারিশ করেছিলেন।