মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৩ পূর্বাহ্ন

কবিতাই শিল্প সাহিত্যের নিয়ন্তা -কবি শেখ মফিজুর রহমান বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১২ মার্চ, ২০২২

এ্যাডঃ তপন কুমার দাস \ দেশের অন্যতম কবি মানবিক জজ খ্যাত সাতক্ষীরার বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান বলেছেন, কবিতাই শিল্প সাহিত্যের নিয়ন্তা। প্রত্যেককে শিল্প সৃষ্টি করতে হবে, যাতে নিজের সৃষ্টিতে নিজেই মুগ্ধ হওয়া যায়। কলম্বাস আমেরিকা আবিস্কারের বহু পূর্বে মধ্যযুগের বাঙ্গালী কবি চন্ডীদাস লিখেছিলেন সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। তিনি আরও বলেন মানুষের জয়গান সৃষ্টির আদিকাল থেকেই গাওয়া হয়েছে, আর এই জয়গান সব সময় কবিতার ভাষায় উপস্থাপিত হয়েছে আর সে কারনে শিল্প সাহিত্যে কবিতার অবদান সব চাইতে বেশী। কবিতা সাহিত্যের পুরাকালীন শিল্প। সাহিত্যের শাখা গুলো নিয়ে যতখানি আলোচনা, সমালোচনা, গবেষনা হয়েছে সর্বাপেক্ষা বেশি গবেষনা হয়েছে কবিতা নিয়ে। দৃশ্যতঃ একজন লেখকের মৌলিক সৃষ্টি কবিতা। কবিতাই শিল্পকে নেতৃত্ব দিয়েছে। কবিতা পরিষদ আয়োজিত কবিকে নিবেদিত সাহিত্য সংকলন প্রাজ্ঞজন এর প্রকাশনা উৎসব ও সংবর্ধনা সভায় তিনি উপরোক্ত শৈল্পিক ও বিশ্লেষন ধর্মী কথা বলেন। প্রকাশনা ও সংবর্ধনার আলোকিত আয়োজনে উপস্থিত ছিলেন কবি পতœী রুখসানা ইসলাম শিল্পী। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থেকে সাহিত্য সংকলন প্রাজ্ঞজন এর মোড়ক উন্মোচন করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থেকে কবি, কবির কবিতা নিয়ে আলোচনা করেন অধ্যাপক অলিউল­াহ, সাতক্ষীরা মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, অধ্যাপক প্রাবন্ধিক গাজী আজিজুর রহমান প্রমুখ। শহরের ম্যানগ্রোভ সভা ঘরে সকাল দশটায় শুরু হওয়া অনুষ্ঠানের কাঙ্খিত মুহুর্তের অবতরনা ঘটে কবির কবিতা আবৃত্তির মুহুর্ত গুলোতে। একে একে আবৃত্তি করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ইয়াসমিন নাহার, রাজিব মেহেবুব, গুলশান আরা, মনিরুজ্জামান ছট্টু প্রমুখ। আবৃত্তির সময় গুলোতে পুরো হলঘর ছিল পিনপতন নিরবতা। একদিকে চলছিল আবৃত্তি অন্যদিকে উপস্থিত অতিথি ও শ্রোতারা বারবার কবি মুখপানে আবেগে, উৎফুলে­ তাকাচ্ছিলেন। যে মানবিক কবির কবিতা শুনছিলেন সেই কবি স্বয়ং সম্মুখ পানে শ্রোতাদেরই পাশে। আয়োজিত আয়োজনে সভাপতিত্ব করেন কবিতা পরিষদ সাতক্ষীরার সভাপতি মন্ময় মনির।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com