কয়রা (খুলনা) প্রতিনিধি \ খুলনার কয়রায় সারাদেশে চলমান ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যা ৭ টায় কয়রা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কয়রা উপজেলা শাখার আয়োজনে উপজেলার তিনরাস্তার মোড়ে এই মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়রা উপজেলার আহবায়ক গোলাম রব্বানীর সভাপতিত্বে এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়রা উপজেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব মারুফ বিল্লাহ, মূখ্য সংগঠক ইমদাদুল হক টিটু, মুখপাত্র রওশন হৃদি, উপদেষ্টা সদস্য শাহরুল ইসলাম সুজন প্রমুখ। এ সময় বক্তরা বলেন, সারাদেশে চলমান ধর্ষণ ও নারী নির্যাতনের মতো জঘন্য কাজ করে বিগত ফ্যাসিস্ট সরকারের দোসররা দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। তাই তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতার করে ফাঁসীর রায় কার্যকরী করতে অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আগামী ৯০ ঘন্টার মধ্যে যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা না হয় তাহলে আমরা ছাত্র সমাজ সারাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আন্দোলনের মাধ্যমে এর বিরুদ্ধে বিভিন্ন কর্মসুচী গ্রহন করতে বাধ্য হবো।