কয়রা (খুলনা) প্রতিনিধি \ কয়রা উপজেলার ঐতিহ্যবাহি বিদ্যাপিঠ ভাগবা এইচবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির আলী গাইনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখায় বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষে থেকে এই সংবর্ধনা দেওয়া হয়। গতকাল সোমবার দুপুর ২টায় বিদ্যালয়ের হলরুমে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাকে সম্মাননা স্বরুপ ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে তাকে ফুলেল শুভেচছা জানানো হয়। কপোতাক্ষ কলেজের সাবেক অধ্যাপক আ, ব,ম আঃ মালেকের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাঃ হুমায়ুন কবির। এতে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাগবা এইচবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির আলী গাইন। আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ আবুল বাশার গাজী, শিক্ষক অচিন্ত কুমার সরকার, হেনা রানী মন্ডল, দিপক কুমার মিস্ত্রি, অজয় কুমার মিস্ত্রি, মলিনা মন্ডল প্রমুখ।