কয়রা (খুলনা) প্রতিনিধি \ কয়রায় শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরিক্ষা ২০২৪ সালের ফলাফল প্রকাশ ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় অত্র বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ মনিরুন্নেছার সভাপতিত্বে ও সাংবাদিক শাহজাহান সিরাজের সঞ্চালনায় বক্তব্য রাখেন খান সাহেব কোমরউদ্দিন ডিগ্রি কলেজের প্রভাষক ও অত্র বিদ্যালয়ে সাবেক সভাপতি মোঃ শাহাবাজ আলী, অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ ছফেদ আলী, প্রভাষক ফিরোজ আহমেদ, মাওলানা মনিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সহকারি শিক্ষক রোকসানা খানম, খুকুমনি ও চন্দন কুমার বৈরাগী, অভিভাবক আঃ আলিম,বকুল হোসেনসহ শতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন। এসময় অতিথিবৃন্দ বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড। আজকের শিক্ষার্থী আগামী দিনের ভবিষ্যৎ। শিশু শিক্ষার্থীরা লেখাপড়া শেষে দেশ ও রাষ্ঠে্রর কাজে নিয়োজিত হবে। এজন্য শিক্ষিত জাতি গঠনে অভিভাবকদের সচেতন হতে হবে। বিশেষ করে মায়েদের তাদের ছেলেমেয়েদের লেখাপড়ার দিকে খোঁজ খবর নেওয়ার আহবান করেন। মা সমাবেশে মায়েদের উপস্থিতি চোখে পড়ার মত উপস্থিতি দেখে অতিথি ও শিক্ষকবৃন্দ সন্তোষ প্রকাশ করেন। ফলাফল অনুষ্ঠানে প্রত্যেক শ্রেনীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের মধ্যে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন। সাবেক সভাপতি সর্বোচ্চ মেধা তালিকায় প্রথম স্থান অর্জনকারী তনিমা তাবাচ্ছুম সোহানি কে শুভেচ্ছা স্মারক প্রদান করেন।