মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন

করবিন বশকে দলে ভেড়ালো মুম্বাই ইন্ডিয়ান্স

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৯ মার্চ, ২০২৫

দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার লিজাদ উইলিয়ামস চোটের কারণে আইপিএল ২০২৫ থেকে ছিটকে গেছেন। তার পরিবর্তে মুম্বাই ইন্ডিয়ান্স দলে যুক্ত করেছে করবিন বশকে। ৩০ বছর বয়সী এই বোলিং অলরাউন্ডার এখন পর্যন্ত একটি টেস্ট ও দুটি ওয়ানডে খেলেছেন দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের হয়ে। এছাড়া ৮৬টি টি—টোয়েন্টি ম্যাচের অভিজ্ঞতা রয়েছে তার। গত ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া বশকে আনরিখ নরকিয়ার বদলে দক্ষিণ আফ্রিকার চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডেও অন্তভুর্ক্ত করা হয়েছিল। এর আগে আইপিএলে রাজস্থান রয়্যালসের নেট বোলার হিসেবে কাজ করেছেন বশ। ২০২২ সালে নাথান কোল্টার—নাইলের বদলি হিসেবে রাজস্থানে যোগ দিয়েছিলেন, তবে এখনো আইপিএলে তার খেলার অভিষেক হয়নি। মুম্বাই ইন্ডিয়ান্স আশাবাদী যে, বশের অলরাউন্ড দক্ষতা দলকে শক্তিশালী করবে এবং আসন্ন আইপিএল মৌসুমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com