এফএনএস: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। এ সময় শনাক্ত হয়েছেন ২২২ জন। এর আগে গত শুক্রবার শনাক্ত ছিল ২৭৮ জন। সেদিনের তুলনায় গতকাল শনিবার শনাক্তের সংখ্যা কমেছে। এদিন সুস্থ হয়েছেন ২৪৭ জন। এখন পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৫৮ হাজার ৫৫৪ জন। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩৩২ জনের। শনিবারের ২২২ জনসহ শনাক্ত হয়েছে ২০ লাখ ১৪ হাজার ৫৭৭ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত শুক্রবার ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২ হাজার ৫৬১টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ২ হাজার ৫৭৪টি। এখন পর্যন্ত ১ কোটি ৪৭ লাখ ৯১ হাজার ৩৬২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৮ দশমিক ৬২ শতাংশ। এখন পর্যন্ত ১৩ দশমিক ৬২ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ২২ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৬ শতাংশ। মৃত্যুবরণকারী ওই ব্যক্তি নারী। তিনি খুলনায় অবস্থান করছিলেন বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর।