এফএনএস: গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় কারও মৃত্যু হয়নি। এ সময় শনাক্ত হয়েছেন ৩৭ জন। এর আগে গত শুক্রবার করোনায় শনাক্ত হয়েছিলেন ৮৮ জন। এখন পর্যন্ত এই ভাইরাসে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪২৫ জনের এবং শনাক্ত হয়েছেন ২০ লাখ ৩৫ হাজার ৭৮২ জন। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এদিন প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ১ দশমিক ৯৬ শতাংশ। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৯৮ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮২ হাজার ৩১২ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১ হাজার ৮৯০টি, অ্যান্টিজেন টেস্ট-সহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১ হাজার ৮৯২টি। এখন পর্যন্ত ১ কোটি ৫০ লাখ ১৯ হাজার ৯৯৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। অধিদপ্তর আরও জানায়, এখন পর্যন্ত ১৩ দশমিক ৫৫ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৯৭ দশমিক ৩৭ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৫ শতাংশ।