শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৩:৫৩ পূর্বাহ্ন

কর্ণফুলীতে ফিশিং জাহাজডুবির ঘটনায় নিহত বেড়ে ৭

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৬ অক্টোবর, ২০২২

এফএনএস: কর্ণফুলী নদীতে ‘এফভি মাগফেরাত’ নামের ফিশিং জাহাজডুবির ঘটনায় নিখোঁজ অবশিষ্ট দুজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ। গতকাল শনিবার সকালে কর্ণফুলী নদী থেকে লাশ দুটি উদ্ধার করা হয় বলে জানান চট্টগ্রাম সদরঘাট নৌ থানার ওসি মোহাম্মদ একরাম উল­াহ। উদ্ধার করা লাশ দুটি ভোলার চরফ্যাশনের দক্ষিণ চর আইসা গ্রামের আবদুল মোতালেব (৬০) ও জাহাজের গ্রিজার প্রদীপ চৌধুরীর (৫৫)। ওসি আরও বলেন, বুধবার দিবাগত রাত থেকে বৃস্পতিবার বিকেল পর্যন্ত পাঁচজনের লাশ উদ্ধার করা হয়। গতকাল শনিবার বাকি দুজনের লাশ উদ্ধারের মাধ্যমে নিখোঁজ সাতজনের লাশ উদ্ধার করা হলো। অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। গত বুধ থেকে বৃহস্পতিবার পর্যন্ত উদ্ধার করা লাশ পাঁচটি হলো- জাহাজের ক্যাপ্টেন ফারুক বিন আবদুল­াহ, সেকেন্ড ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম, শিপ অফিসার সাইফুল ইসলাম, ডকের কর্মচারী রহমত উল­াহ ও ফিশ অফিসার জহির উদ্দিন। উদ্ধার করা লাশগুলো ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সেগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি মোহাম্মদ একরাম উল­াহ। এর আগে গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় কর্ণফুলী নদীর ইছানগর সি-রিসোর্স ডকইয়ার্ডে তোলার সময় ‘এফভি মাগফেরাত’ নামের ফিশিং ভ্যাসেলটি ডুবে যায়। সদরঘাট নৌ থানার ওসি একরাম উল­াহ বলেন, এফভি মাগফেরাতকে ডকে তোলার সময় হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে দুই নম্বর বয়ার সঙ্গে লেগে জাহাজটি দুর্ঘটনায় পড়ে ধীর ধীরে ডুবে যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com