শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১১:৫৮ পূর্বাহ্ন

কর্মচারী কল্যাণ বোর্ডের বর্তমান কার্যক্রম বিষয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন ও চ্যালেঞ্জ বিষয়ে অবহিতকরণ কর্মশালা বুধবার সকালে খুলনা সার্কিট হাউস সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক মুঃ মোহসিন চৌধুরী। প্রধান অতিথির বক্তৃতায় মহাপরিচালক বলেন, সকল সময়ে জনগণের সেবা করার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্তদের কর্তব্য। সরকারি কাজে নিযুক্ত ব্যক্তিরা ভালো থাকলে দেশের জনগণ তার সুবিধা ভোগ করবে। কর্মচারী কল্যাণ বোর্ডের আয়ের প্রধান উৎস সরকারি অনুদান ও সরকারি চাকুরিজীবীদের দেয়া চাঁদা। একই সাথে প্রক্রিয়াধীন কিছু প্রকল্পের কাজ বাস্তবায়ন হলে বোর্ডের আয় কিছুটা বাড়তে পারে। এ প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে হলে অর্থের সংস্থান আমাদের বাড়াতে হবে এবং সেজন্য আমাদের সক্ষমতা বৃদ্ধি করতে হবে। তিনি বলেন, কর্মকর্তা কর্মচারীদের কল্যাণে সরকার নানাবিধ কাজ করে যাচ্ছে। কর্মচারী কল্যাণ বোর্ডের মাধ্যমে সরকারি কর্মচারীদের জন্য দেশের আটটি বিভাগে আটটি বিশেষায়িত হাসপাতাল তৈরীর পরিকল্পনা রয়েছে। খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে কর্মশালায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ সাজিদ হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার তানভীর আহমদ বক্তৃতা করেন। কর্মশালায় কী-নোট পেপার উপস্থাপন করেন কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালকের একান্ত সচিব কে এম ইয়াসির আরাফাত। স্বাগত বক্তৃতা করেন কর্মচারী কল্যাণ বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক ড. মোঃ জিয়াউদ্দিন। কর্মশালায় বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।-তথ্য বিবরণী

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com