এফএনএস স্পোর্টস: বিশ^কাপ বাছাইপর্বে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে গুরুত্বপূর্ণ দুটি ম্যাচকে সামনে রেখে ব্রাজিলের ৫২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন কোচ দরিভাল জুনিয়র। এই দলে দীর্ঘদিনের ইনজুরি কাটিয়ে ফিরেছেন তারকা ফরোয়ার্ড নেইমার। ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ^কাপ বাছাইপর্বের ম্যাচে চোট পাওয়ার পর প্রায় এক বছর মাঠের বাইরে ছিলেন তিনি। গত বছরের শেষ দিকে ক্লাব ফুটবলে ফিরলেও জাতীয় দলের জার্সি গায়ে দেওয়ার সুযোগ হয়নি তার। তবে সম্প্রতি শৈশবের ক্লাব সান্তোসে ফিরে দুর্দান্ত ফর্মে থাকায় নেইমারকে প্রাথমিক দলে অন্তভুর্ক্ত করা হয়েছে।
নেইমারের ফিরে আসা ব্রাজিলের ভক্তদের জন্য একটি বড় সুখবর। ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড সবশেষ ব্রাজিলের হয়ে খেলেছিলেন ২০২৩ সালের অক্টোবরে। উরুগুয়ের বিপক্ষে ওই ম্যাচে লিগামেন্ট ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন তিনি। এরপর দীর্ঘ সময় ধরে চোটের কারণে সৌদি ক্লাব আল হিলালের সঙ্গেও তার চুক্তি বাতিল হয়। অবশেষে সান্তোসে ফিরে ধীরে ধীরে ফর্ম ফিরে পেয়েছেন নেইমার। এই মৌসুমে ক্লাবটির হয়ে ৬ ম্যাচে ২ গোল করেছেন তিনি।
প্রাথমিক দলে নেইমারের পাশাপাশি বেশ কয়েকটি নতুন মুখও জায়গা পেয়েছেন। তরুণ তারকা এন্দ্রিক (রিয়াল মাদ্রিদ) ও আন্তনি (রিয়াল বেটিস) প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন। এছাড়া অভিজ্ঞ খেলোয়াড় লুকাস মউরা ও অস্কার (সাও পাওলো) এবং নিয়মিত তারকা মারকুইনহোস (পিএসজি), ব্রুনো গিমারায়েস (নিউক্যাসল), রাফিনিয়া (বার্সেলোনা), রদ্রিগো ও ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ) দলে রয়েছেন।
বিশ^কাপ বাছাইপর্বে ব্রাজিলের পারফরম্যান্স তেমন আশানুরূপ নয়। ১২ ম্যাচে ৫ জয় নিয়ে ১৮ পয়েন্টে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে তারা। অন্যদিকে, সমান ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বর্তমান বিশ^চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী ২১ মার্চ ব্রাসিলিয়ায় কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। কলম্বিয়া বর্তমানে টেবিলে ব্রাজিলের ঠিক ওপরে অবস্থান করছে। এরপর ২৫ মার্চ বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্তাল স্টেডিয়ামে আর্জেন্টিনার মুখোমুখি হবে পাঁচবারের বিশ^চ্যাম্পিয়নরা।
আগামী ৭ মার্চ চূড়ান্ত ২৩ সদস্যের দল ঘোষণা করবেন কোচ দরিভাল জুনিয়র। নেইমারের ফিরে আসা এবং তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের সমন্বয়ে গঠিত এই দল বিশ^কাপ বাছাইপর্বে ব্রাজিলের ভাগ্য পরিবর্তনে কতটা ভূমিকা রাখে, সেটিই এখন দেখার অপেক্ষা।