কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) এ উপলক্ষে আলোচনা সভা, র্যালি ও ঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’— এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত দিবসটির আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম। উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার নূরে আলম নাহিদ, সহকারী সমাজসেবা অফিসার ইসরাফিল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাবিবুর রহমান, সমাজসেবা অফিসের আবুল হোসেন, আসাদুজ্জামান, শাহাজাহান, কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক এমএ সাজেদ, সাংবাদিক দেলোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানে ৪৬ জনের মধ্যে ক্ষুদ্র ঋণ হিসেবে ১৮ লক্ষ ৩৮ হাজার ৫০০ টাকা বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন সমাজসেবা অফিসের আমিনুর রহমান। এর আগে সকালে সমাজসেবা দিবসের একটি র্যালি কলারোয়া পৌরশহর প্রদক্ষিণ করে।