কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ায় টালি মালিক সমিতির কমিটি গঠনের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় কলারোয়া পৌর সদরের কাছারী মসজিদ সংলগ্ন পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামানের তুহিনের অফিসে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। টালি মালিক সমিতির সভাপতি গোষ্ট পালের সভাপতিত্বে আলোচনা সভার শুরুতে বিগত কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়। এরপর নব কমিটি গঠন নিয়ে দীর্ঘক্ষন আলোচনা করা হয়। আলোচনার এক পর্যায়ে উপস্থিত সকলের সর্ব সম্মতিক্রমে আবারও গোষ্ট চন্দ্রপালকে সভাপতি ও শেখ শরিফুজ্জামান তুহিনকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ঠ একটি নব কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ—সভাপতি শ্রীকান্ত পাল, অসীম কুমার পাল, যুগ্ম সাধারণ সম্পাদক বাদল চন্দ্র পাল, কোষাধ্যক্ষ আব্দুস সাত্তার। সাধারণ সদস্য— সন্তোষ কুমার পাল, কামাল হোসেন ভুট্ট, আবুল হোসেন, বাসুদেব পাল ও অর্জুন পাল।