কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ায় অভ্যন্তরীণ আমন ২০২৪—২৫ মৌসুমে ধান চাউল সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পৌর সদরের তুলশীডাঙ্গা বীরমুক্তিযোদ্ধা ভবন সংলগ্ন খাদ্য গুদামে ফিতা কেটে এই ধান— চাউল সংগ্রহের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন উপজেলা নিবার্হী কর্মকতার্ মোঃ জহুরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকতার্ (দায়িত্বপ্রাপ্ত) আশরাফুজ্জামান, উপজেলা খাদ্য গুদাম কর্মকতার্ আবুল হাসান, উপজেলা খাদ্য পরিদর্শক কর্মকতার্ শিবু ঘোষ, সাংবাদিক কেএম আনিছুর রহমান, এমএ সাজেদ, সিরাজুল ইসলাম, আজগর আলী, মিলার অহিদুজ্জামান, আব্দুল হাকিম, সাইদুর রহমান প্রমুখ। এদিকে এই মৌসুমে কলারোয়াতে ৭৪৮ মেট্রিক টন ধান এবং ৬২১ মেট্রিক টন চাউল ক্রয় করা হবে। যা আগামী ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত চলমান থাকবে বলে গুমাম কর্মকতার্ আবুল হাসান নিশ্চিত করেন।