কলারোয়া প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ায় বাংলার সেরা পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী কাচ্চি ঘর এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ২৯ নভেম্বর উপজেলা প্রাণিসম্পদ অফিসের সামনে যশোর ছাত্রের মহাসড়কের পাশে এই হাজী কাচ্চি ঘরের উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন থানা মসজিদের ইমাম মাওলানা আশিকুজ্জামান ফারুকী। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক কেএম আনিছুর রহমান, নিয়াজসহ মসজিদের মুসল্লীগণ। হাজী কাচ্চি ঘরের মালিক সজিব ইসলাম মুবিন জানান, এখানে উন্নত মানের স্পেশাল বাসমতি চালের খাশি কাচ্চি, চিনি গুড়া চাউলের খাশির কাচ্চি , শাহীন মোরগ পোলাও, চিকেন বিরিয়ানি এবং ভুনা খিচুড়ি ও বোরহানী পাওয়া যাবে।