বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০১:০৬ পূর্বাহ্ন

কলারোয়ায় বাক প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগে এক যুবক আটক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১২ মার্চ, ২০২৫

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ায় শারীরিক ও বাক প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এদিকে ওই অভিযোগে ইব্রাহিম গাজি নামে এক যুবককে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। বুধবার (১২ মার্চ) সকাল ১০টার দিকে কলারোয়া পৌরসভাধীন গোপীনাথপুর যুগীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আটক মোঃ ইব্রাহিম গাজী (২১) গোপীনাথপুর গ্রামের মৃত শহর আলী গাজী ও ফাতেমা বেগমের ছেলে। কলারোয়া থানা সূত্র জানায়, ধর্ষণের শিকার শারীরিক ও বাক প্রতিবন্ধী ১২ বছর বয়সী শিশুর পিতা কয়েক বছর আগে মারা যান। তার মায়ের অন্যত্র বিবাহ হওয়ায় বর্তমান স্বামী নিয়ে সেখানে বসবাস করে। ফলে বাক প্রতিবন্ধী ওই শিশু তার নানা বাড়ী গোপীনাথপুরে থাকে। লম্পট ইব্রাহিম গাজীর বাড়ী ও বাক প্রতিবন্ধী ওই শিশুর নানার বাড়ি পাশাপাশি। বুধবার সকাল ১০টার দিকে ধর্ষকের বাড়িতে কেউ না থাকায় বাক প্রতিবন্ধী শিশুকে কৌশলে তার বাড়ীতে ডেকে নিয়ে ধর্ষক ইব্রাহিম গাজী বসত ঘরের পশ্চিম পার্শ্বে বারান্দার কক্ষের মধ্যে বাক শিশুকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি শিশুটির নানিসহ আশেপাশের লোকজন জানতে পেরে ধর্ষক ইব্রাহিম গাজীকে আটক করে পুলিশকে অবগত বরে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে জনতার হাতে আটক ধর্ষককে পুলিশে সোপর্দ করে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সামসুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগি শিশুকে কোর্টের মাধ্যমে সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ধর্ষক গ্রেফতার হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলেও ওসি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com