শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভূস্বর্গ কাশ্মির এখন জনশূন্য \ সীমান্তে গোলাগুলি সিমলা চুক্তি স্থগিত ও ভারতের ওপর প্রভাব \ বেলুচিস্তানে বোমা হামলায় ৪ নিরাপত্তা কর্মী নিহত গাড়িবোমা হামলায় রুশ জেনারেল নিহত শোলমারি সুইসগেট ও ভরাট নদী পরিদর্শনে খুলনা জেলা প্রশাসক বহেরা বাজার কমিটির নির্বাচন সভাপতি রাজীব—সম্পাদক রানা কলারোয়ায় মেয়েকে গলা কেটে হত্যা করল মা কলারোয়ায় বিএনপি’র সাংগঠনিক কমিটির মতবিনিময় সভায় সাবেক এমপি হাবিব থামছে না সুন্দরবনে হরিণ শিকার যশোরে হাসপাতালের শৌচাগারে মিলল নবজাতকের লাশ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে রোমে পেঁৗছেছেন ড. ইউনূস

কলারোয়ায় বিএনপি’র সাংগঠনিক কমিটির মতবিনিময় সভায় সাবেক এমপি হাবিব

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

কেএম আনিছুর রহমান কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ কলারোয়ায় বিএনপি’র সাংগঠনিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল ২০২৫) সকালে সাতক্ষীরা—১ (তালা কলারোয়া) সংসদীয় আসনের সাংগঠনিক কমিটির ওই মতবিনিময় সভা কলারোয়া পৌরসভা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। কলারোয়া উপজেলা, পৌরসভা এবং ১২টি ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে সার্চ কমিটি গঠনকল্পে এই সভা অনুষ্ঠিত হয়। কলারোয়া উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত সভায় নেতৃবৃন্দ বলেন— ‘সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে দল ও দেশের স্বার্থে বিএনপিকে এগিয়ে নিতে হবে। মানুষের কল্যাণে মানুষের পাশে থাকতে হবে। নেতৃত্ব গঠনে প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা থাকবে তবে যেনো প্রতিহিংসা না হয়।’ বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘স্বচ্ছ প্রক্রিয়ায় নিবেদিত ও বিতর্কিতমুক্ত ব্যক্তিদের নিয়ে ফরম নবায়ন করতে হবে। ওয়ার্ড, ইউনিয়ন, পৌর ও উপজেলা পর্যায়ে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করতে হবে। এর ব্যতয় ঘটলে সার্চ কমিটিও জবাবদিহির আওতায় আসবে।’ সভায় জানানো হয়— আগামি ৩০ এপ্রিলের মধ্যে সকল ওয়ার্ডের প্রাথমিক সদস্য তালিকা বা কাউন্সিলর প্যানেল তৈরি করতে হবে। এক্ষেত্রে পৌরসভার ওয়ার্ড হবে কমপক্ষে ১৫০জন আর ইউনিয়নে ১০০ জন। আগামি ৭ মে’র মধ্যে সকল ওয়ার্ড সম্মেলন শেষে পূর্ণাঙ্গ ওয়ার্ড কমিটি গঠন করতে হবে। এক্ষেত্রে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ৭১ সদস্য ও ইউনিয়নের ওয়ার্ডে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করতে হবে। এছাড়া আগামি ১৫ মে’র মধ্যে পৌরসভা ও ইউনিয়ন সম্মেলন শেষ করে পূর্ণাঙ্গ ইউনিয়ন কমিটি গঠন ও পৌরসভা কমিটি গঠন করতে হবে। আর ২৯ মে’র মধ্যে উপজেলা সম্মেলন শেষ করতে হবে। সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা—১ সংসদীয় আসনের সাংগঠনিক টিম প্রধান আবুল হাসান হাদীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক মেয়র গাজী আখতারুল ইসলাম, জেলা বিএনপির সদস্য মাস্টার আব্দুল ওয়াহেদ, সদস্য সিরাজুল ইসলাম, সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, সদস্য জি এম লিয়াকাত আলী, সদস্য সোলায়মান কবির ও সদস্য এডভোকেট আশেক এলাহী মুন্না। সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য আব্দুর রকিব মোল্লার সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য আব্দুর রশিদ মিয়া, সদস্য অধ্যক্ষ রইছউদ্দীন, সদস্য ইব্রাহিম হোসেন, সদস্য ও তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, কলারোয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আশরাফ হোসেন, শেখ আব্দুল কাদের বাচ্চু, অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কামরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল, বিএনপি নেতা ফারুক আহমেদ মুকুল, শহিদুল ইসলাম, আসাদুজ্জামান আসাদ, এমএ রব শাহিন, আব্দুর রাজ্জাক, জহুরুল ইসলাম, যুবদলের আহবায়ক এম এ হাকিম সবুজ, সিনিয়র যুগ্ম আহবায়ক কেএম আশরাফুজ্জামান পলাশ, যুগ্ম আহবায়ক প্রভাষক সালাউদ্দিন পারভেজ, সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জু, পৌর যুবদল আহবায়ক আব্দুল মজিদ, সদস্য সচিব মোজাফফার হোসেন, মোস্তাফিজুর রহমান মোস্তাক, কৃষক দলের আহবায়ক মাস্টার মনিরুজ্জামান, সদস্য সচিব মনিরুজ্জামান, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, স্বেচ্ছাসেবক দলের মোশারফ, রঞ্জু, পৌর স্বেচ্ছাসেবক দলের দিলু, শ্রমিক দলের হাব্বি, বাবলু, মহিলা দলের রাশিদা আশরাফ, মৎস্যজীবী দলের নুরুল খান, ছাত্রদলের সাজু, জাহাঙ্গীর, শুভ রাসেল, জিএম সোহেল, শহিদুল, আলতাফ, খোকনসহ ১২টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। কলারোয়ার সার্চ কমিটি খুব শীঘ্রই প্রকাশ করা হবে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com